পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দ্রুত গতিতে আসা ভ্যানের ধাক্কা দাঁড়িয়ে থাকা ট্রাককে, মৃত 8 - পথ দুর্ঘটনায় মৃত্যু 8 জনের

Accident in Odisha: কেওনঝড়ে পথ দুর্ঘটনার বলি 8 জন ৷ মা তারিণী মন্দিরে যাওয়ার পথে 20 নং জাতীয় সড়কে শুক্রবার ভোররাতে এই দুর্ঘটনা ঘটে ৷ গুরুতর আহত হয়েছেন 8 জন ৷

Etv Bharat
দুর্ঘটনার প্রতীকী ছবি

By ETV Bharat Bangla Team

Published : Dec 1, 2023, 12:09 PM IST

কেওনঝড় (ওড়িশা), 1 ডিসেম্বর: দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা মারল দ্রুত গতিতে আসা একটি ভ্যান ৷ তার জেরে মৃত্যু হল 8 জনের ৷ গুরুতর আহত আরও 8 ৷ শুক্রবার ভোররাতে ঘটনাটি ঘটেছে ওড়িশার কেওনঝড়ের মা তারিণী মন্দির থেকে মাত্র কয়েক কিমি দূরে অবস্থিত ঘাটগাঁও পুলিশ সীমানার অন্তর্গত বালিজোড়ি গ্রামের কাছে 20 নং জাতীয় সড়কে ৷ দুর্ঘটনাগ্রস্ত ভ্যানটিতে অন্তত 15 জন ছিলেন বলে জানা গিয়েছে ৷

ভ্যানটি দিগাপাহান্ডি, গঞ্জাম থেকে কেওনঝড় জেলার ঘাটগাঁও তারিণী মন্দিরে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে । ঘটনাস্থলেই মৃত্যু হয় 7 জনের ৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় আরও একজনের ৷ খবর পেয়ে বালিজোড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় ৷ আহতদের চিকিৎসার জন্য ঘাটগাঁও স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে ৷ যদিও দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি ৷

আরও পড়ুন :

ABOUT THE AUTHOR

...view details