বেঙ্গালুরু, 17 ডিসেম্বর: দেহ ব্যবসা চালানোর অভিযোগে আট বিদেশি নাগরিককে গ্রেফতার করল কর্ণাটকের সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ (সিসিবি) পুলিশ ৷ শনিবার এই 8 বিদেশিকে গ্রেফতার করা হয়, ধৃতদের মধ্যে আছেন 2 মহিলা ৷ অভিযোগ, একটি ভাড়া বাড়িতে দেহ ব্যবসা চালাচ্ছিল তারা ৷ ধৃতদের সঙ্গে বাংলাদেশের যোগ মিলেছে (8 foreigners arrested for running a prostitution racket in Bangalore) ৷
গোপন সূত্রে খবর পেয়ে দুটি পৃথক অভিযান চালিয়ে কেনগেরি ও সোলাদেবানাহাল্লি এলাকা থেকে এই 8 জনকে গ্রেফতার করে সিসিবি (Bangalore prostitution racket) ৷ তবে অভিযোগ অস্বীকার করেছে ধৃতরা (prostitution racket in Bangalore) ৷