পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Gallantry Awards মরণোত্তর 2 জন সহ শৌর্য চক্র 8 সৈনিককে, আর যাঁরা পেলেন বীরত্বের সম্মান - 76th Independence Day

76তম স্বাধীনতা দিবসে (76th Independence Day) বীরত্বের পুরস্কার (Gallantry Awards) ঘোষণা করল কেন্দ্র সরকার ৷ আটজন সেনা জওয়ানকে দেওয়া হয়েছে শৌর্য চক্র (Shaurya Chakra)৷ এঁদের মধ্যে দুজন মরণোত্তর শৌর্য চক্র পাচ্ছেন ৷

8 Army personnel awarded Shaurya Chakra, two of them posthumously, gallantry awarards for others
থাম্বনেইল

By

Published : Aug 15, 2022, 10:59 AM IST

Updated : Aug 15, 2022, 11:23 AM IST

নয়াদিল্লি, 15 অগস্ট: স্বাধীনতা দিবসে (76th Independence Day) বীরত্বের পুরস্কার (Gallantry Awards) ঘোষণা করল কেন্দ্রীয় সরকার ৷ আটজন সেনা জওয়ানকে শৌর্য চক্র (Shaurya Chakra) দেওয়া হয়েছে ৷ এঁদের মধ্যে সেপাই করণ বীর সিং ও বন্দুকবাজ যশবীর সিং - এই দুজন মরণোত্তর শৌর্য চক্র পাচ্ছেন ৷ এ ছাড়া শৌর্য চক্র পাচ্ছেন মেজর নীতিন ধানিয়া, অমিত দাহিয়া, সন্দীপ কুমার, অভিষেক সিং, হাবিলদার ঘনশ্যাম ও ল্যান্স নায়েক রাঘবেন্দ্র সিং ৷

দ্বিতীয় সর্বোচ্চ পিসটাইম গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড কীর্তি চক্রে (Kirti Chakra) ভূষিত করা হয়েছে নায়েক দেবেন্দ্র প্রতাপ সিং-কে ৷ এর পাশাপাশি সেনা পদক দেওয়া হয়েছে আরও 81 জনকে ৷ এঁদের মধ্যে মরণোত্তর সেনা পদক পেয়েছেন 5 জন ৷

আরও পড়ুন:লালকেল্লার ভাষণে নতুন দেশ গড়ার ডাক মোদির

Last Updated : Aug 15, 2022, 11:23 AM IST

ABOUT THE AUTHOR

...view details