পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সোমবার সকালে যোগ দিবসে যোগচর্চায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি - আন্তর্জাতিক যোগ দিবস

21 জুন, অর্থাৎ আগামিকাল সকাল সাড়ে ছ’টায় যোগ দিবস উপলক্ষে সরাসরি দেশবাসীর সঙ্গে যোগচর্চা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ করোনা পরিস্থিতিতে এ বছর দূরদর্শনের মাধ্যমেই দেশবাসীর সঙ্গে যোগচর্চা করবেন তিনি ৷ আজ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত টুইটারে এ কথা জানানো হয়েছে ৷

7th International Yoga Day Prime Minister Narendra Modi will address the nation at 630 am on June 21
সোমবার সকাল সাড়ে 6টায় যোগ দিবসে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

By

Published : Jun 20, 2021, 8:06 PM IST

নয়াদিল্লি, 20 জুন : আগামিকাল সপ্তম আন্তর্জাতিক যোগ দিবস ৷ সেই উপলক্ষে সোমবার সকাল সাড়ে 6টায় জাতীর উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ 6 বছর আগে এই দিনেই আন্তর্জাতিক যোগ দিবসের সূচনা হয়েছিল ৷ করোনা পরিস্থিতিতে সেই যোগ দিবস এ বছর দূরদর্শনের মাধ্যমে দেশবাসীর সঙ্গে পালন করবেন প্রধানমন্ত্রী ৷ আজ প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টে এ কথা জানানো হয়েছে ৷

প্রধানমন্ত্রীর টুইটারে জানানো হয়েছে, আগামিকাল, 21 জুন আমরা সপ্তম যোগ দিবস উদযাপন করতে চলেছিল ৷ এ বছরের যোগাসনের থিম সুস্থতার জন্য যোগ ব্যায়াম ৷ যার মূল লক্ষ্য, যোগ ব্যায়ামের মাধ্যমে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকা ৷ সকাল 6টা 30 মিনিটে আমরা যোগ দিবসের অনুষ্ঠানে সরাসরি জুড়ব ৷ সংবাদ সংস্থা এএনআই-এর তরফে জানানো হয়েছে, 15 জন ধর্মগুরু এবং যোগগুরু যোগাসনের বর্ণনা দেবেন ৷

আরও পড়ুন : কোভিড ক্লাসরুমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ভারতীয় আয়ুষ মন্ত্রক এবং আন্তর্জাতিক যোগ দিবসের জন্য তৈরি নোডাল মন্ত্রালয় একটি বিবৃতি দিয়েছে ৷ সেখানে বলা হয়েছে, যোগ ব্যায়াম এমন একটি শরীরচর্চা যার মাধ্যে সার্বিক বৃদ্ধি সম্ভব হয় ৷ আর এর জন্য আন্তর্জাতিক যোগ দিবসের নানা রকমের কার্যক্রম রাখা হয়েছে ৷ প্রসঙ্গত, রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় 21 জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে মান্যতা দেওয়া হয়েছে ৷ 2014 সালে সর্বসম্মতিক্রমে এটিকে আন্তর্জাতিক স্তরে গ্রহণ করা হয়েছে ৷ 177টি দেশ এই প্রস্তাবে সম্মতি পোষণ করেছিল ৷ রাষ্ট্রসঙ্ঘের ওয়েবসাইটেও এ বছরের যোগ দিবসের থিম হিসেবে বলা হয়েছে, ‘সুস্থতার জন্য যোগ ব্যায়াম’ ৷ সেইসঙ্গে শারীরিকভাবে সুস্থ থাকতে যোগ ব্যায়াম কীভাবে সাহায্য করে তাও উল্লেখ করা হয়েছে রাষ্ট্রসঙ্ঘের ওয়েবসাইটে ৷

ABOUT THE AUTHOR

...view details