নয়াদিল্লি, 20 জুন : আগামিকাল সপ্তম আন্তর্জাতিক যোগ দিবস ৷ সেই উপলক্ষে সোমবার সকাল সাড়ে 6টায় জাতীর উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ 6 বছর আগে এই দিনেই আন্তর্জাতিক যোগ দিবসের সূচনা হয়েছিল ৷ করোনা পরিস্থিতিতে সেই যোগ দিবস এ বছর দূরদর্শনের মাধ্যমে দেশবাসীর সঙ্গে পালন করবেন প্রধানমন্ত্রী ৷ আজ প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টে এ কথা জানানো হয়েছে ৷
প্রধানমন্ত্রীর টুইটারে জানানো হয়েছে, আগামিকাল, 21 জুন আমরা সপ্তম যোগ দিবস উদযাপন করতে চলেছিল ৷ এ বছরের যোগাসনের থিম সুস্থতার জন্য যোগ ব্যায়াম ৷ যার মূল লক্ষ্য, যোগ ব্যায়ামের মাধ্যমে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকা ৷ সকাল 6টা 30 মিনিটে আমরা যোগ দিবসের অনুষ্ঠানে সরাসরি জুড়ব ৷ সংবাদ সংস্থা এএনআই-এর তরফে জানানো হয়েছে, 15 জন ধর্মগুরু এবং যোগগুরু যোগাসনের বর্ণনা দেবেন ৷