পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Man Arrested After 58 Years: 58 বছর পর মোষ চুরির মামলায় গ্রেফতার বছর আশির বৃদ্ধ - মোষ চুরি

Old Man Arrested in 58 Years of Old Theft Case: সঙ্গীর সঙ্গে 58 বছর আগে মোষ চুরি করেছিলেন ৷ সেই সঙ্গী মারা গিয়েছেন ৷ কিন্তু, সেই ঘটনায় 58 বছর পর গ্রেফতার হলেন 78 বছরের বৃদ্ধ ৷ মহারাষ্ট্রের বিদারের ঘটনা এটি ৷

Man Arrested After 58 Years ETV BHARAT
Man Arrested After 58 Years

By ETV Bharat Bangla Team

Published : Sep 13, 2023, 1:31 PM IST

Updated : Sep 13, 2023, 2:16 PM IST

বিদার (মহারাষ্ট্র), 13 সেপ্টেম্বর: কথায় আছে আইনের হাত অনেক বড় ৷ তার থেকে কেউ বাঁচতে পারে না ৷ মহারাষ্ট্রের উদগীর জেলার বিদারের ঘটনা সেই কথাটি আবারও সত্যি প্রমাণ করল ৷ 58 বছরের পুরনো মোষ চুরির ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করা হল ৷ 58 বছর আগের সেই চুরির ঘটনায় বিদারের গণপতি ওয়াঘমোড়ে নামে এক অভিযুক্তকে সম্প্রতি গ্রেফতার করেছে বিদার থানার পুলিশ ৷ বর্তমানে তাঁর বয়স 78 বছর ৷

জানা গিয়েছে, 1965 সালে মহারাষ্ট্রের মেহকার থানায় মুরলীধর রাও কুলকার্নি নামে এক ব্যক্তি তাঁর দু’টি মোষ ও একটি বাছুর চুরির ঘটনায় অভিযোগ দায়ের করেছিলেন ৷ সেই ঘটনায় জড়িত থাকার অভিযোগে কিষাণ চন্দের এবং গণপতি ওয়াঘমোড়েকে গ্রেফতার করে পুলিশ ৷ সেই সময় তাঁদের বসয় ছিল যথাক্রমে 30 ও 20 বছর ৷ সেই সময় দু’জনেই জামিনে ছাড়া পান ৷ অভিযোগ জামিন পাওয়ার পর আদালতে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছিল ৷ কিন্তু, তা না করে সেই সময় পালিয়ে যান দুই অভিযুক্ত ৷

এরপর কিষাণ চন্দের এবং গণপতি ওয়াঘমোড়ের নামে শমন পাঠানো হয় ৷ পরবর্তী সময়ে পরোয়ানা জারি করেছিল আদালত ৷ কিন্তু, তাঁরা কেউ হাজিরা দেননি ৷ সেই ঘটনায় 58 বছর পর দ্বিতীয় অভিযুক্ত গণপতি ওয়াঘমোড়েকে গ্রেফতার করেছে বিদার পুলিশ ৷ তবে, কিষাণ চন্দের মারা গিয়েছেন ৷ কিন্তু, এত বছর পর কীভাবে পুলিশের হাতে ধরা পড়লেন গণপতি ওয়াঘমোড়ে ? এমনকী 58 বছরের পুরনো মামলা নিয়েই বা কেন পুলিশ তদন্ত শুরু করল ?

আরও পড়ুন:চলন্ত ট্রেনে চুরি করে জানালা ধরে ঝুলছে চোর! বাঁচালেন যাত্রীরা, ভাইরাল ভিডিয়ো

জানা গিয়েছে, মহারাষ্ট্রে বছরের পর বছর ধরে পড়ে থাকা মামলাগুলিকে দ্রুত সমাধান করা হচ্ছে ৷ বিদার জেলার পুলিশ সুপার চান্নাবাসভন্ন এসএল জানান, পুলিশ প্রশাসন বহুবছর ধরে ধুলো পড়া ফাইলে চাপা থাকা মামলাগুলিকে দ্রুত সমাধান করা হচ্ছে ৷ মূলত আদালতে হাজিরা দেয়নি এমন অপরাধিদের খোঁজ করা হচ্ছে ৷ এর জন্য একটি বিশেষ দল গঠন করা হয়েছে ৷ এরকম মোট সাতটি মামলা পুলিশের হাতে এসেছে ৷ তার মধ্যেই 58 বছরের এই পুরনো মামলাটি ছিল ৷ গণপতি ওয়ামমোড়েকে গ্রেফতার করে পুলিশ তাঁকে আদালতে পেশ করে ৷ বর্তমানে তাঁর বয়স 78 বছর ৷

Last Updated : Sep 13, 2023, 2:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details