নয়াদিল্লি, 13 অগস্ট:দেশে স্বাধীনতা দিবস উদযাপনের প্রাক্কালে নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলের প্রোফাইল পিকচার বদলে ফেললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রবিবার নিজের সামাজিক মাধ্যমের হ্যান্ডেলের প্রোফাইল ছবি তেরঙা করে দিয়েছেন তিনি ৷ এই প্রচেষ্টায় দেশবাসীর সহযোগিতা চেয়েছেন তিনি ৷ স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকেও তাঁদের সোশাল মিডিয়া হ্যান্ডেলের প্রোফাইলের ছবি তেরঙা করার আহ্বান জানিয়েছেন নমো ৷
রবিবার টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, "হরঘর তিরঙ্গা আন্দোলনের চেতনায়, আসুন আমাদের সোশাল মিডিয়া অ্যাকাউন্টগুলির ডিপি পরিবর্তন করি এবং এই অনন্য প্রচেষ্টাকে সমর্থন করি যা আমাদের প্রিয় দেশ এবং আমাদের মধ্যে বন্ধনকে আরও গভীর করবে ৷"
হর ঘর তিরঙ্গা:এর আগে শুক্রবার, প্রধানমন্ত্রী দেশের জনগণকে চলতি বছরের 13 থেকে 15 অগস্ট পর্যন্ত 'হর ঘর তিরঙ্গা' আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন । মোদি বলেন যে, ভারতীয় পতাকা স্বাধীনতা এবং জাতীয় ঐক্যের চেতনার প্রতীক ৷ জনগণকে তেরঙার সঙ্গে তাঁদের ছবি 'হর ঘর তিরাঙ্গা' ওয়েবসাইটে আপলোড করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ।