নয়াদিল্লি, 14 অগস্ট:77তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্য়ে রাজধানী দিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। 40 হাজারেরও বেশি নিরাপত্তা কর্মী, অ্যান্টি-ড্রোন ব়্যাডার, অ্যান্টি-এয়ারক্রাফ্ট বন্দুক, ফেসিয়াল রিকগনিশন সিসিটিভি ক্যামেরা-সহ নিরাপত্তার ক্ষেত্রে যাবতীয় বন্দবস্ত করা হয়েছে ৷ একই সঙ্গে, সিল করে দেওয়া হয়েছে দিল্লির যাবতীয় সীমানাও ৷
মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লালকেল্লার প্রাচীর থেকে জাতীয় পতাকা উত্তোলন করবেন ৷ 21 তোপ ধ্বনির পর জাতির উদ্দেশ্যে ভাষণও দেবেন প্রধানমন্ত্রী। সোমবার দিল্লির বিশেষ পুলিশ কমিশনার এইচ জি এস ধালিওয়াল বলেন, "15 অগস্ট অত্যন্ত সংবেদনশীল ৷ এরই সঙ্গে, আগামী তিন সপ্তাহের মধ্যে জি-20 সভাও রয়েছে ৷ মূল অনুষ্ঠানগুলি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ৷" এই বছর সেপ্টেম্বরে রাজধানীতে জি-20 নেতাদের শীর্ষ সম্মেলন আয়োজন করা হয়েছে। দিল্লির এক শীর্ষ পুলিশ কর্তা বলেন, "সন্ত্রাস-বিরোধী পদক্ষেপ নেওয়া হচ্ছে। কোনও রকম অসামাজিক কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না ৷ সে ক্ষেত্রে দিল্লি পুলিশকে যা পদক্ষেপ করতে হবে আমরা তা করছি ৷"
অন্যদিকে, স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ভিভিআইপি এবং ভিআইপি-সহ প্রায় 30 হাজার মানুষের উপস্থিতি থাকবে লালকেল্লা চত্বরে ৷ আর সেই দিকে খেয়াল রেখেই, দিল্লি পুলিশ টহলের পাশাপাশি গাড়িতে চেকিংও বাড়িয়েছে। নিরাপত্তা পরিকল্পনায় এবার বহুস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হচ্ছে লালকেল্লা জুড়ে ৷ ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি), স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি), সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স (সিএপিএফ) এবং দিল্লি পুলিশ নিরাপত্তা নিশ্চিত করতে একসঙ্গে কাজ করছে। ইতিমধ্যেই 200 মিটার ব্যাসার্ধ জুড়ে লালকেল্লাকে ঘিরে রেখেছে আধাসামরিক বাহিনীর জওয়ানরা ৷ বাকি এলাকাগুলিতে থাকছে দিল্লি পুলিশ ৷ দুর্গের আশপাশের ছাদে থাকছে স্নাইপার এবং শার্পশুটাররা ৷