কলকাতা, 11 অগস্ট: খেলার জগতে ভারতের আকাশ ছোট পড়ে যাবে ৷ কিন্তু, নক্ষত্রের খোঁজ করতে গেলে, ‘এক সে বার কার এক’ নাম উঠে আসবে (Three Indian Masters of World Sports) ৷ যাঁরা নিজ নিজ ক্ষেত্রে বিশ্বরেকর্ড করেছেন ৷ স্বাধীনতার অমৃত মহোৎসব অর্থাৎ, 75 বছরের উদযাপনে (75 Years of Independence) ভারতের লিভিং লেজেন্ড বা কিংবদন্তী ক্রিকেটার সচিন তেন্ডুলকর অন্যতম ৷ যিনি ক্রিকেটের সব ফরম্যাট মিলিয়ে একশোটি শতরান করার রেকর্ড করেছেন ৷ এমনকি বিশ্বের একমাত্র ক্রিকেটার যিনি 200টি টেস্ট ম্যাচ খেলেছেন ৷ তেমনি ফুটবলে রয়েছেন ভারতের গর্ব সুনীল ছেত্রী ৷ একাধিক টুর্নামেন্টে ভারতকে গৌরবান্বিত করার পাশাপাশি, বিশ্বের পঞ্চন সর্বোচ্চ গোলদাতা তিনি ৷ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, মোক্তার দাহারি, লিওনেল মেসি, আলি দেইর পরেই ফেরেঙ্ক পুসকাসের সঙ্গে যৌথভাবে পাঁচ নম্বরে রয়েছেন ভারতের সুনীল ছেত্রী ৷ আর ভারত যে বুদ্ধির খেলাতেও বিশ্বকে টেক্কা দিতে পারে তা প্রমাণ করেছেন বিশ্বনাথন আনন্দ ৷ ভারতীয় এই চেজ মাস্টার 5টি দাবায় 5টি বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছেন ৷
সচিন তেন্ডুলকর--
আমচি মুম্বইয়ের ছোটখাটো চেহারার এই ‘ওয়ান্ডার কিড’ 1989 সালে 15 নভেম্বর পাকিস্তানের বিরুদ্ধে শিয়ালকোটে অভিষেক করেছিলেন ৷ ওয়াকার ইউনুস, ইমরান খান, ওয়াসিম আক্রমদের মতো পেস ব্যাটারির সামনে বেশিক্ষণ টিকতে পারেননি তিনি ৷ মাত্র 15 রানে ওয়াকার ইউনুসের বলে বোল্ড হয়ে গিয়েছিলেন ৷ কিন্তু, সেদিন সেই 15 রানের ইনিংসে চোখে চোখ রেখে পাক বোলারদের সঙ্গে লড়েছিলেন ৷ তাঁর সেদিনের সেই মানসিক দৃঢ়তাই বিশ্ব দিয়েছিল, ‘ক্রিকেট ঈশ্বর’ ৷
সচিনের 25 বছরের ক্রিকেট কেরিয়ারে বিশ্ব রেকর্ডের ছড়াছড়ি ৷ যেখানে রয়েছে, শারজার মরুঝড়, টেস্ট (15,921 রান) এবং ওয়ান ডে (18,426 রান) ক্রিকেটে সর্বোচ্চ রান ৷ শুধু তাই নয়, টেস্ট ও ওয়ান ডে মিলিয়ে তাঁর 100টি শতরান বিশ্ব ক্রিকেটের রেকর্ড ৷ বাংলাদেশের বিরুদ্ধে এশিয়া কাপে 114 রানের ইনিংস খেলে সেই রেকর্ড স্পর্শ করেছেন তিনি ৷ যে রেকর্ডের ধারে কাছে এখনও কেউ পৌঁছতে পারেননি ৷ পাশাপাশি, প্রথম ক্রিকেটার যিনি 200টি আন্তর্জাতিক টেস্ট খেলেছেন ৷ একমাত্র ক্রিকেটার যিনি ক্রিকেটের 6টি বিশ্বকাপ খেলেছেন ৷ এই রেকর্ডও বিশ্বের কোনও ক্রিকেটারের নেই ৷