শ্রীনগর, 24 অক্টোবর :গ্রেট ব্রিটেনের জাতীয় পতাকা (Union Jack) 1947 সালের 15 অগস্ট অবনমিত হলেও তার পরের কয়েক মাস ধরে চলেছিল দেশ গঠনের প্রক্রিয়া, যা আজও চলছে ৷ ডি-ডে-র পরও চলতে থাকে স্বাধীনতার সংগ্রাম ৷ বীরত্ব ও আত্মত্যাগের জন্য কিছু নাম খোদাই করা হয়ে গিয়েছিল ভারতের ইতিহাসে ৷ সে রকমই একজন জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) 22 বছরের মকবুল শেরওয়ানি (Maqbool Sherwani)৷
শ্রীনগর বিমানবন্দরে ভারতীয় বাহিনীকে অবতরণ করানোর জন্য পাকিস্তানি উপজাতিদের থেকে মূল্যবান সময় কিনেছিলেন মকবুল শেরওয়ানি ৷ তাঁর একক প্রচেষ্টায় পাক উপজাতিদের অভিযানকে ব্যর্থ করে দেয় ভারতীয় সেনাবাহিনী ৷ এই বীরত্বের জন্যই নায়কের আসনে বসেছেন মকবুল শেরওয়ানি ৷ 1947 সালের 22 অক্টোবর সীমান্ত পার করে কাশ্মীরে অনুপ্রবেশ করেছিল পাকিস্তানি উপজাতিরা ৷ তার কিছু সময়ের মধ্যেই কাশ্মীরের মাহারাজা হরি সিং শ্রীনগর ছেড়ে পালিয়ে যান ৷ তিনি জম্মুতে ভারতীয় বাহিনীর কাছে গিয়ে সাহায্য চান ৷ 26 অক্টোবর ভারতের সঙ্গে অধিগ্রহণ চুক্তিতে স্বাক্ষর করেন মহারাজা ৷ এরপর তড়িঘড়ি পাকিস্তানি উপজাতিদের বিরুদ্ধে অভিযান শুরু করে ভারতীয় সেনাবাহিনী ৷ দীর্ঘ যুদ্ধের পর পাক উপজাতিরা পিছু হঠতে বাধ্য হয় ৷
শ্রীনগর বিমানবন্দরে পৌঁছনোর রাস্তা খুঁজছিল উপজাতিরা ৷ সেই সময় শেরওয়ানি তাদের দিকভ্রষ্ট করেন ৷ তবে অল্প সময়ের মধ্যেই তাঁর রুট বুঝতে পেরে তাঁকে ধরে ফেলে উপজাতিরা ৷ বারামুলায় তারা শেরওয়ানিকে ক্রুশবিদ্ধ করে তাঁর শরীর লক্ষ্য করে ছোড়ে 14টি বুলেট ৷ শহরের মানুষদের সতর্ক করার জন্য শেরওয়ানির দেহটি রাস্তার মাঝখানে ঝুলিয়েই রাখা হয় ৷ পরে ভারতীয় সেনা দেহটি নামায় ৷ 1947 সালের সংগ্রামে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন মকবুল শেরওয়ানি ৷
আরও পড়ুন:Independence Special : 1857-তে হিসারের স্বাধীন হওয়ার রক্তাক্ত কাহিনি