কলকাতা, 11 অগস্ট: ভারতের স্বাধীনতার 75 বছর (75 Years of Independence) ৷ আর সেখানে অলিম্পিক্সের প্রসঙ্গ আসবে না, তা হয় না ৷ ভারতের অলিম্পিক ইতিহাসে সোনার মুহূর্ত খুব হাতে গোনাই রয়েছে (Indian Heroes in History of Olympics) ৷ দলগতভাবে ভারতীয় হকিদল 4 বার হকিতে সোনা জিতেছে ৷ এর পর 2008 সালে বেজিং অলিম্পিক্সে প্রথমবার ব্যক্তিগত ইভেন্টে সোনা জেতে ভারত ৷ রাইফেল শুটিংয়ে সোনা জেতেন অভিনব বিন্দ্রা ৷ এর পর দীর্ঘ 16 বছরের অপেক্ষার পর টোকিয়ো অলিম্পিক্সে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে জ্যাভলিনে সোনা জিতেছেন নীরজ চোপড়া ৷ মাঝে অবশ্য আরও দু’টি ইতিহাস রয়েছে ৷ তবে, তা সোনা জয়ের নয় ৷ 1980 সালের পর 16 বছরের পদকের খরা কাটিয়েছিলেন, বাংলার তরুণ তারকা টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজ ৷ ব্রোঞ্জ জিতেছিলেন তিনি ৷ আরেক জন, একবিংশ শতকে প্রতি ভারতবাসীর অনুপ্রেরণা শাটলার পি ভি সিন্ধু ৷ প্রথম ভারতীয় মহিলা অলিম্পিয়ান, যিনি জোড়া অলিম্পিক্স পদক জিতেছেন ৷
ভারতীয় হকি দল--
ভারতের স্বাধীনতার 75 বছর পূর্তিতে অলিম্পিক্সে ভারতীয় অ্যাথলিট এবং খেলোয়াড়দের ভূমিকা নিয়ে কথা বলতে হলে, সবার আগে আসবে হকি ৷ দলগত এই ইভেন্টে ভারতের জয়জয়কার স্বাধীনতার আগে থেকেই ৷ 1928 সালে প্রথমবার ভারত আমস্টারডার্ম অলিম্পিক্সে সোনা জেতে ৷ নেদারল্যান্ডসকে 3-0 গোলে হারিয়েছিল ভারত ৷ আর এটাই অলিম্পিক্সের ইতিহাসে ভারতের প্রথম পদক ছিল ৷
এর পর 1932 সালে লস অ্যাঞ্জেলসে আবারও সোনা আসে ভারতের ঝুলিতে ৷ এ বারেও সেই হকিদল ৷ আমেরিকাকে 24-1 গোলে ধ্বংস করেছিল ভারত ৷ যা অলিম্পিক্সের ইতিহাসে এখনও পর্যন্ত সবচেয়ে বড় ব্যবধানে জয় ৷ 1936 সালে বার্লিন অলিম্পিক্সে ভারতীয় হকি দল সোনা জয়ের হ্যাটট্রিক করে ৷
এর পর 1940 ও 1944 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে অলিম্পিক্স আয়োজিত হয়নি ৷ 12 বছরের বিরতির পর 1948 সালে ফের হকির হাত ধরে পদক আসে ভারতে ৷ এ বার স্বাধীন প্রজাতান্ত্রিক ভারত লন্ডন অলিম্পিক্সে সোনা জেতে ৷ 1952 সালে হেলসিঙ্কি এবং 1956 সালে মেলবোর্ন অলিম্পিক্সে সোনা জিতে ডবল হ্যাট্রিক করে ভারতীয় হকিদল ৷
এর পর 1960 সালে পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালে সোনার দৌড় থামে ভারতের ৷ তবে, 1964 সালে টোকিয়ো অলিম্পিক্সে ফের দাপটের সঙ্গে ফিরে আসে ভারত ৷ ফের একবার সোনা আসে ভারতের ঝুলিতে ৷ এর পর 1980 সালে মস্কো ভারত শেষবার সোনা জেতে এটাও সেই হকি ৷ মাঝে 1968 এবং 1972 সালে ব্রোঞ্জ ছিল ভারতীয় হকি দলের ৷
দীর্ঘ 41 বছরের অপেক্ষার পর গত 2021 সালে ভারতীয় হকি দল পদক জয়ের সাধ পায় ৷ ব্রোঞ্জ জেতেন পি আর শ্রীজেশরা ৷
লিয়েন্ডার পেজ--
স্বাধীন ভারতের অলিম্পিক্স ইতিহাসে ভারতের প্রথম টেনিস তারকা বলতে যাকে ভারতবাসী চেনেন, তিনি এক এবং অদ্বিতীয় লিয়েন্ডার পেজ ৷ 1980 সালে মস্কোতে ভারতীয় হকি দল সোনা জেতার পর, 16 বছর কোনও পদক ছিল না ভারতের ঝুলিতে ৷ শুধু তাই নয়, ব্যক্তিগত ইভেন্টে ভারতকে অলিম্পিক্সে প্রথম পদক জয়ের স্বাদ এনে দিয়েছিলেন লিয়েন্ডার ৷ ব্রোঞ্জ জিতলেও, 16 বছরের খরা কাটানো এবং ব্যক্তিগত ইভেন্টে ভারতের প্রথম পদক ছিল এটি ৷