আত্মাকুরু (অন্ধ্রপ্রদেশ), 10 এপ্রিল: রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 2022 সালের ব্যাঘ্র শুমারির পরিসংখ্যান ঘোষণা করেছে ৷ আর এ বছর 50 বছর পূর্ণ হয়েছে দেশের ব্যাঘ্র প্রকল্পের ৷ সেই প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশ, অন্ধ্রপ্রদেশের আত্মাকুরুর রাজীব গান্ধি অভয়ারণ্য ৷ যাকে নাল্লামালা জঙ্গল বলা হয় ৷ গতকাল প্রকাশিত বাঘ শুমারিতে সেখানে বাঘের সংখ্যা 75 বলে জানানো হয়েছে ৷ এই পরিসংখ্যান অনুযায়ী, গত কয়েকবছরে বাঘের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে এখানে ৷
আত্মাকুরুর রাজীব গান্ধি বাঘ অভয়ারণ্য অন্ধ্রের প্রকাশম এবং কুরনুল জেলার মধ্যে নাল্লামালা জঙ্গলে 1973 সালে তৈরি করা হয়েছিল ৷ পরবর্তী সময়ে এর নাম বদল করা হয়েছে ৷ বর্তমানে এর নাম নাগার্জুনাসাগর-শ্রীসাইলাম বাঘ অভয়ারণ্য বা এনএসটিআর ৷ আর 2022 বাঘ শুমারির পর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, প্রতিবছর নির্দিষ্ট হারে এনএসটিআর-তে বাঘের সংখ্যা বাড়ছে ৷
উল্লেখ্য, প্রতি 4 বছর অন্তর এই শুমারি করে বন্যপ্রাণ সংরক্ষণ মন্ত্রক ৷ 2021-22 সালে এই বাঘ শুমারি করা হয়েছে দেশের সবক’টি অভয়ারণ্যে ৷ এনএসটিআর-র জঙ্গলে 1600 ক্যামেরা বসানো হয়েছিল বাঘের সংখ্যা গণনা করার জন্য ৷ আর সেই ক্যামেরায় রেকর্ড হওয়া তথ্যের বিশ্লেষণ করে বাঘের সংখ্যা গণনা করা হয়েছে ৷ 2018 সালের শুমারিতে এনএসআরটি-তে 73টি বাঘ ছিল ৷ যার মধ্যে 48টি অন্ধ্রপ্রদেশে ও 26টি তেলাঙ্গানার অংশে পাওয়া গিয়েছিল ৷
আরও পড়ুন:2022 শুমারি মতে দেশে বাঘের সংখ্যা 3167; গর্বের বিষয়, বলছেন মোদি
উল্লেখ্য, পুরো দেশে সবক’টি অভয়ারণ্যে 2022 শুমারিতে মোট বাঘের সংখ্যা 3167 ৷ 2018 সালের শুমারিতে সেই সংখ্যাটা ছিল 2,967 ৷ অর্থাৎ, এই 4 বছরে দেশে বাঘের সংখ্যা 200 বেড়েছে ৷ যা খুবই ইতিবাচক বলে জানাচ্ছেন বন্যপ্রাণ সংরক্ষণ মন্ত্রক ৷ ব্যাঘ্র প্রকল্পের 50 বছর পূর্তিতে প্রধানমন্ত্রী রবিবার ‘ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স’-এর উদ্বোধন করেন ৷ এই অ্যালায়েন্স দেশের বাঘ, সিংহ, চিতা, চিতাবাঘ, স্নো লেপার্ড-সহ 7টি বিগ ক্যাটকের সংরক্ষণ ও সুরক্ষায় কাজ করবে ৷ পাশাপাশি, ‘অমৃতকাল কা টাইগার ভিশন’ নামে একটি বই প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ৷ সেখানে আগামী 25 বছর বাঘ সংরক্ষণ ও সুরক্ষা নিয়ে রূপরেখা তুলে ধরা হয়েছে ৷