নয়াদিল্লি, 26 জানুয়ারি: আজ সাধারণতন্ত্র দিবস ৷ 1950 সালের এই দিনে দেশের সংবিধান কার্যকর করা হয়েছিল ৷ 74তম সাধারণতন্ত্র দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ৷ প্রধানমন্ত্রী (PM Narendra Modi Tweets) টুইট করেন, "গণতন্ত্র দিবসের শুভকামনা ৷ এবারের এই উদযাপন বিশেষ ভাবে উল্লেখযোগ্য, কারণ এর পাশাপাশি আজাদি কা অমৃত মহোৎসব পালিত হচ্ছে ৷ দেশের মহান স্বতন্ত্র সেনাদের স্বপ্নকে রূপায়ন করতে আমরা একজোট হয়ে এগিয়ে যাব, এই কামনা রইল ৷ দেশবাসীকে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা !"
তিনি টুইট করেন, "74তম গণতন্ত্র দিবসের সব দেশবাসীর উদ্দেশ্যে রইল হার্দিক শুভকামনা ৷ দেশকে স্বাধীন করতে, শক্তিশালী করতে অথবা এর রক্ষার্থে যে সব স্বতন্ত্র সেনা, সংবিধান নির্মাতা এবং বীর জওয়ানরা প্রাণ দিয়েছেন, আজ তাঁদের প্রণাম জানাই ৷" আজ নয়াদিল্লিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইজিপ্টের রাষ্ট্রপতি প্রেসিডেন্ট আবদেল ফতাহ ইল-সিসি (President Abdel Fattah El-Sisi) ৷ বুধবার রাষ্ট্রপতি ভবনে গিয়ে তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেন ৷