পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

74th Republic Day: 74তম সাধারণতন্ত্র দিবসে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর - PM Narendra Modi Tweets

1950 সালের 26 জানুয়ারি দেশে সংবিধান কার্যকর হয় ৷ সেদিন থেকে ভারত ব্রিটিশ শাসন মুক্ত একটি যুক্তরাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পায় ৷ আজ 74 তম সাধারণতন্ত্র দিবস (74th Republic Day Celebration) ৷

Republic Day
সাধারণতন্ত্র দিবস

By

Published : Jan 26, 2023, 7:35 AM IST

Updated : Jan 26, 2023, 8:48 AM IST

নয়াদিল্লি, 26 জানুয়ারি: আজ সাধারণতন্ত্র দিবস ৷ 1950 সালের এই দিনে দেশের সংবিধান কার্যকর করা হয়েছিল ৷ 74তম সাধারণতন্ত্র দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ৷ প্রধানমন্ত্রী (PM Narendra Modi Tweets) টুইট করেন, "গণতন্ত্র দিবসের শুভকামনা ৷ এবারের এই উদযাপন বিশেষ ভাবে উল্লেখযোগ্য, কারণ এর পাশাপাশি আজাদি কা অমৃত মহোৎসব পালিত হচ্ছে ৷ দেশের মহান স্বতন্ত্র সেনাদের স্বপ্নকে রূপায়ন করতে আমরা একজোট হয়ে এগিয়ে যাব, এই কামনা রইল ৷ দেশবাসীকে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা !"

তিনি টুইট করেন, "74তম গণতন্ত্র দিবসের সব দেশবাসীর উদ্দেশ্যে রইল হার্দিক শুভকামনা ৷ দেশকে স্বাধীন করতে, শক্তিশালী করতে অথবা এর রক্ষার্থে যে সব স্বতন্ত্র সেনা, সংবিধান নির্মাতা এবং বীর জওয়ানরা প্রাণ দিয়েছেন, আজ তাঁদের প্রণাম জানাই ৷" আজ নয়াদিল্লিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইজিপ্টের রাষ্ট্রপতি প্রেসিডেন্ট আবদেল ফতাহ ইল-সিসি (President Abdel Fattah El-Sisi) ৷ বুধবার রাষ্ট্রপতি ভবনে গিয়ে তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেন ৷

এই প্রথম কর্তব্যপথে সাধারণতন্ত্র দিবসের প্যারেড হবে ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, রাজধানীর সর্বত্র বহুস্তরীয় নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে ৷ প্রায় 6 হাজার নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়ে নয়াদিল্লিতে ৷ কর্তব্যপথে সাধারণতন্ত্র দিবস উদযাপন উপলক্ষ্যে 24টি হেল্প ডেস্ক থাকছে ৷ প্রায় 60-65 হাজার মানুষ আজ এই উদযাপনে অংশ নেবেন ৷ তবে এবছর প্যারেড দেখার জন্য যে পাস দেওয়া হয়েছে তাতে কিউআর কোড (QR Code in Republic Day Pass) আছে ৷ সেটি স্ক্যান করে তবে দর্শকরা প্রবেশ করতে পারবেন ৷ দিল্লি পুলিশের উচ্চাধিকারিক জানিয়েছেন, কোনও বৈধ পাস বা টিকিট ছাড়া কেউ প্যারেড দেখার অনুমতি পাবেন না ৷ 150টিরও বেশি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে ৷ এর মধ্যে বেশির ভাগের ফেসিয়াল রেকগনিশন সিস্টেম রয়েছে ৷

আরও পড়ুন: করোনার কাঁটাতেই বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির আসনে দেশ, জানালেন রাষ্ট্রপতি মুর্মু

Last Updated : Jan 26, 2023, 8:48 AM IST

ABOUT THE AUTHOR

...view details