পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

অক্সিজেনের চরম সঙ্কট, চার দিনে ৭৪ জন করোনা রোগীর মৃত্যু গোয়ায় - Kolhapur supplies

মঙ্গলবার থেকে লাগাতার চারদিন ধরে, আজ সকাল পর্যন্ত মোট ৭৪ জন রোগী মারা গিয়েছেন অক্সিজেনের অভাবে । তাও রাজ্যের সবচেয়ে বড় কোভিড পরিষেবা কেন্দ্রে ৷ এর আগে বারে বারে কেন্দ্রীয় সরকারের কাছে বরাদ্দ অক্সিজেন চেয়ে অনুরোধ জানানো হয়েছে ৷ তার মধ্যেই প্রাণ গেল 74 জনের ৷

গোয়ার মেডিক্যাল কলেজ হাসপাতাল
গোয়ার মেডিক্যাল কলেজ হাসপাতালে

By

Published : May 14, 2021, 2:20 PM IST

Updated : May 14, 2021, 3:19 PM IST

গোয়া, (পানাজি) 14 মে : আজ নিয়ে গত চারদিনে মোট 74 জন করোনা সংক্রামিত রোগী মারা গিয়েছেন গোয়ার মেডিক্যাল কলেজ হাসপাতালে ৷ আর সবার মৃত্যুর কারণ একটাই, অক্সিজেনের সংকট ৷ এই হাসপাতালই রাজ্যের সবচেয়ে বড় কোভিড স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র ৷

প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী বিজয়ী সরদেশাই জানিয়েছেন গতকাল গভীর রাতে 1টা থেকে আজ সকাল ছ'টার মধ্যে 13 জন রোগী মারা গিয়েছেন ৷ এই সময়কে তিনি "সংকটজনক অন্ধকার সময়" বলে দাগিয়েছেন ৷ বৃহস্পতিবার 15 জন, বুধবার 20 জন আর মঙ্গলবার রাত 2টা থেকে সকাল 6টা পর্যন্ত 20 জন মারা গিয়েছেন ৷

তবে গোয়ার মুখ্যমন্ত্রীর দাবি অক্সিজেনের কোনও অভাব নেই রাজ্যে ৷ তেমন কিছু নয়, হয়তো অক্সিজেনের প্রাপ্যতা আর তার সরবরাহের মধ্যে সময়ের ব্যবধানের জন্য এমন কিছু হতে পারে ৷ তিনি চান হাইকোর্ট এই ঘটনার তদন্ত করুক ৷

আরো পড়ুন : স্পুটনিক ভি টিকাকরণ শুরু; কত দাম ? কোভিশিল্ড-কোভ্যাক্সিনের সঙ্গে কী ফারাক ?

তবে, মঙ্গলবারই গোয়ার প্রধান সচিব পি কে গোয়েল কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি দিয়ে জানিয়েছিলেন 1 মে থেকে 10 মে পর্যন্ত রাজ্যের বরাদ্দ 110 এমটি-র মাত্র 66.74 এমটি অক্সিজেন পেয়েছে, মহারাষ্ট্রের কোলাপুর থেকে ৷ কোলাপুর গোয়ার প্রয়োজনীয় অক্সিজেনের 40 শতাংশ সরবরাহ করেছে ৷ এ নিয়ে বিজেপি সরকার এর আগে কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করেছে যে, প্রতিদিন যেন 11 এমটি-র বদলে 22 এমটি অক্সিজেন দেওয়া হয় গোয়াকে ৷

এরই মধ্যে গোয়ার মেডিক্যাল কলেজ হাসপাতাল করোনা সংক্রামিত রোগীতে পরিপূর্ণ হয়ে গিয়েছে ৷ নতুন কোনও রোগী ভর্তির জায়গা নেই, সম্প্রতি যাঁরা ভর্তি হয়েছেন, তাঁরাও মাটিতে রয়েছেন ৷

রাজ্য সরকার অক্সিজেন সরবরাহ নিয়ে অভিযোগ জানানোর পর বৃহস্পতিবার বোম্বে হাইকোর্টের গোয়া বেঞ্চ স্পষ্ট করে জানিয়েছে, রাজ্যে কোনও করোনা সংক্রামিত রোগীই যেন স্বাস্থ্য পরিষেবার অভাবে মারা না যায় ৷ আজ এই মৃত্যুর পর সন্ধে সাতটার মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ আর রাজ্যকে অক্সিজেনের প্রাপ্যতা, সরবরাহ সম্পর্কিত যাবতীয় তথ্য দিতে বলেছে হাইকোর্ট ৷

বৃহস্পতিবার সন্ধে পর্যন্ত পাওয়া হিসেব অনুযায়ী দেশে সবচেয়ে বেশি পজিটিভিটি রেট গোয়ার, 48.1 শতাংশ ৷ এর মানে প্রত্যেক সেকেন্ডে একটা রিপোর্টের ফল পজিটিভ হচ্ছে ৷

শুক্রবার সকালে 2,491 টি নতুন সংক্রমণ আর গত 24 ঘণ্টায় 62 টি মৃত্যু হয়েছে রাজ্যে ৷

Last Updated : May 14, 2021, 3:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details