বেঙ্গালুরু, 12 ডিসেম্বর: 73 বছরের এক বৃদ্ধকে পিটিয়ে খুনের (Beaten to Death) অভিযোগ উঠল প্রতিবেশী কিশোরীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে ৷ অভিযুক্তদের দাবি, নিহত বৃদ্ধ ওই কিশোরীকে মাদক মিশ্রিত পানীয় খাইয়ে যৌন নিগ্রহ (Sexual Assault) চালানোর চেষ্টা করেছিলেন ! রবিবার সন্ধেবেলায় ঘটনাটি ঘটে কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে (Bengaluru) ৷ সোমবার ঘটনার কথা প্রকাশ্য়ে আনেন শহরের পূর্ব বিভাগের ডিসিপি ভিম শংকর গুলেড ৷
ডিসিপি জানিয়েছেন, নিহত ওই বৃদ্ধের নাম কুপান্না ৷ তিনি আদতে তামিলনাড়ুর বাসিন্দা ৷ তবে বহু বছর ধরে কুপান্না থাকতেন বেঙ্গালুরু শহরে ৷ তাঁর বাড়ির কাছেই থাকতেন কিশোরী ৷ রবিবার সন্ধে নাগাদ বাড়ির বাইরে মেলে রাখা স্কুলের ইউনিফর্ম তুলতে বের হয় মেয়েটি ৷ সেই সময়ে কুপান্না তার সঙ্গে কথা বলেন ৷ এরপর বৃদ্ধ মেয়েটিকে মাদক মিশ্রিত পানীয় খাওয়ান এবং কিশোরী কিছুটা আচ্ছন্ন হয়ে পড়তেই তাঁকে ঘরে নিয়ে যান বৃদ্ধ ৷ এরপর সেখানেই তিনি ওই কিশোরীর উপর যৌন নির্যাতন চালানোর চেষ্টা করেন বলে অভিযোগ ৷