পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ছত্তিশগড়ে নব-নির্বাচিত বিধায়কদের মধ্যে 72 জন কোটিপতি, তালিকায় শীর্ষে বিজেপি - কংগ্রেস

Chhattisgarh Crorepati MLAs: রবিবার 90 আসনের ছত্তীশগড় বিধানসভা নির্বাচনের ফল বেরিয়েছে ৷ তার পর এডিআর ও ছত্তীশগড় ইলেকশন ওয়াচ-এর সমীক্ষায় জানা গিয়েছে, ওই বিধায়কদের মধ্যে 72 জন কোটিপতি ৷ বিজেপির 80 শতাংশ বিধায়ক কোটিপতি ৷ আর কংগ্রেসের 83 শতাংশ কোটিপতি ৷

Chhattisgarh Crorepati MLAs
Chhattisgarh Crorepati MLAs

By ETV Bharat Bangla Team

Published : Dec 6, 2023, 6:54 PM IST

Updated : Dec 7, 2023, 6:42 AM IST

রায়পুর, 6 ডিসেম্বর: ছত্তিশগড় বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের মধ্যে 72 জনই কোটিপতি ৷ গতবারের থেকে এবার কোটিপতির সংখ্যা চারজন বেশি ৷ এই 72 জনের মধ্যে 43 জন বিজেপির ৷ বাকিরা কংগ্রেসের বিধায়ক ৷ অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর ও ছত্তিশগড় ইলেকশন ওয়াচ-এর সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে ৷

গত রবিবার এবারের ছত্তিশগড় বিধানসভার ফলাফল প্রকাশিত হয়েছে ৷ সেখানে ক্ষমতায় এসেছে বিজেপি ৷ 90 আসনের বিধানসভায় বিজেপি জিতেছে 54টি আসনে ৷ আর কংগ্রেস 35টি আসনে জিতেছে ৷ নির্বাচনের সময় যে হলফনামা ওই বিধায়করা জমা দিয়েছিলেন, তার প্রেক্ষিতে দেখা যাচ্ছে যে ছত্তিশগড় বিধানসভার 80 শতাংশ (72 জন) বিধায়কই কোটিপতি ৷ আবার বিজেপির জয়ী 54 জনের মধ্যে 80 শতাংশের (43) সম্পত্তির পরিমাণ এক কোটি টাকার বেশি ৷

হিন্দিবলয়ের ওই রাজ্যে গত পাঁচবছর ক্ষমতায় ছিল কংগ্রেস ৷ এবার তাদের যাঁরা জিতেছেন, সেই 35 জনের মধ্যে 29 জন কোটিপতি ৷ ফলে কংগ্রেসের জয়ী বিধায়কদের 83 শতাংশের সম্পত্তির পরিমাণ এক কোটি টাকার বেশি ৷ তবে গড় হিসেবে সম্পত্তির পরিমাণ 2018 সালের থেকে কমেছে ৷ পাঁচ বছর আগে ছত্তিশগড়ে বিধায়কদের সম্পত্তির পরিমাণের গড় ছিল 11.63 কোটি টাকা ৷ এবার বিধায়কদের গড় সম্পত্তির পরিমাণ 5.25 কোটি টাকা ৷

বিধায়কদের মধ্যে সবচেয়ে ধনী বিজেপির ভবন বোহরা ৷ তিনি পান্ডারিয়া কেন্দ্র থেকে জিতে এবারই প্রথম বিধায়ক হয়েছেন ৷ তাঁর মোট সম্পত্তির পরিমাণ 33.86 কোটি টাকা ৷ এই তালিকায় দ্বিতীয় স্থানে ছত্তিশগড়ের বিদায়ী মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল (পটনের বিধায়ক)৷ কংগ্রেসের এই নেতার মোট সম্পত্তির পরিমাণ 33.38 কোটি টাকা ৷ তৃতীয় স্থানে রয়েছেন বিলাসপুরের বিধায়ক বিজেপির অমর আগরওয়াল ৷ তাঁর মোট সম্পত্তির পরিমাণ 27 কোটি টাকা ৷

ছত্তিশগড়ের সবচেয়ে গরিব বিধায়ক কংগ্রেসের রামকুমার যাদব ৷ চন্দরপুরের বিধায়কের মোট সম্পত্তির পরিমাণ 10 লক্ষ টাকা ৷ বিজেপির রামকুমার টপ্পো, যিনি সীতাপুর কেন্দ্র থেকে জিতেছেন, তাঁর মোট সম্পত্তির পরিমাণ 13.12 লক্ষ টাকা ৷ অন্যদিকে বিজেপির গৌতম সাই, যিনি একজন সাংসদ, আবার এই ভোটে জয়ী হয়ে বিধায়ক হয়েছেন, তাঁর মোট সম্পত্তির পরিমাণ 15.47 লক্ষ টাকা ৷

ওই সমীক্ষা রিপোর্ট থেকে আরও জানা গিয়েছে যে ছত্তিশগড়ের 90 জন বিধায়কের মধ্যে 33 জনের (37 শতাংশ) শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির মধ্যে৷ স্নাতক বা তার বেশি শিক্ষাগত যোগ্যতা রয়েছে 54 জন বিধায়কের (60 শতাংশ) ৷ দু’জন বিধায়কের ডিপ্লোমা ডিগ্রি রয়েছে ৷ একজন বিধায়ক হলফনামায় জানিয়েছিলেন যে তাঁর কোনও শিক্ষাগত যোগ্যতা নেই ৷

জয়ী বিধায়কদের মধ্যে 44 জনের (49 শতাংশ) বয়স 25 থেকে 50-এর মধ্যে৷ 51 থেকে 80-র মধ্যে বয়স বাকি 46 জনের (51 শতাংশ) ৷ প্রবীণতম বিধায়ক বিজেপির ডোমানলাল কোরসেওয়াড়া (75) ৷ তিনি আহিওয়াড়া (তফসিলি) কেন্দ্র থেকে জিতেছেন ৷ সর্বকনিষ্ঠ বিধায়ক কংগ্রেসের কবিতা প্রাণ লাহরে ৷ তাঁর বয়স 30 ৷ তিনি জিতেছেন ছত্তিশগড়ের বিলাইগড় থেকে ৷

সংবাদসংস্থা- পিটিআই

আরও পড়ুন:

  1. বর্তমান 107 সাংসদ-বিধায়কের বিরুদ্ধে রয়েছে হেট স্পিচের মামলা, বেশিরভাগই বিজেপির
  2. দেশের সবচেয়ে 'গরিব' মুখ্যমন্ত্রী মমতা, সম্পত্তির শীর্ষে জগনমোহন
  3. অজানা উৎস থেকে আয়ে শীর্ষে কংগ্রেস, দ্বিতীয় বিজেপি, তৃতীয় তৃণমূল
Last Updated : Dec 7, 2023, 6:42 AM IST

ABOUT THE AUTHOR

...view details