ইম্ফল, 25 জুলাই:গত সপ্তাহে 301টি শিশু-সহ অন্তত 718 জন মায়ানমারের নাগরিক অবৈধ ভাবে মণিপুরে প্রবেশ করেছে ৷ এমনই দাবি করেছে সে রাজ্যের সরকার ৷ স্বরাষ্ট্র দফতরের জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে যে, 22 ও 23 জুলাই ভারত-মায়ানমার সীমান্ত রক্ষাকারী বাহিনী অসম রাইফেলস চান্দেল জেলা দিয়ে অবৈধ অনুপ্রবেশের কথা জানিয়েছে ৷
মণিপুরের মুখ্যসচিব বিনীত জোশি অসম রাইফেলসের কাছ থেকে জানতে চেয়েছেন যে, কীভাবে মায়ানমারের নাগরিকদের যথাযথ ভ্রমণ নথি ছাড়াই ভারতে প্রবেশের অনুমতি পেল ৷ অবিলম্বে তাঁদের নিজেদের দেশে ফিরিয়ে দেওয়ার জন্য বাহিনীকে বলেন মুখ্যসচিব ।
বিনীত জোশি একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, "অসম রাইফেলস 28 সেক্টরের সদর দফতর থেকে রিপোর্ট পাওয়া গিয়েছে যে, 718 জন শরণার্থী ভারত-মায়ানমার সীমান্ত অতিক্রম করেছে এবং নিউ লাজংয়ের এলাকায় প্রবেশ করেছে ৷" মায়ানমারের 718 জন শরণার্থীর মধ্যে 209 জন পুরুষ, 208 জন মহিলা ও 301টি শিশু রয়েছে ।
বিবৃতিতে আরও জানানো হয়েছে যে, 22 জুলাই লাজং এলাকায় 13 জন মায়ানমারের নাগরিক প্রবেশ করেছিলেন । তার পরের দিন অর্থাৎ 23 জুলাই মোট 230 জন মায়ানমারবাসী নিউ লাজাংয়ে প্রবেশ করেন ৷ 89 জন প্রবেশ করেন নিউ সমতলে, 143 জন ইয়াংনোমফাই গ্রামে, 175 জন ইয়াংনোমফাই স মিলে, 30 জন আইভোমজাংয়ে এবং 38 জন ভনসেতে এসেছিলেন ।