পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সাইবার প্রতারণায় পাঁচ পদ্ধতিতে বছরে 708 কোটি লুঠ!

Cyber Fraud: বিগত বছরে তেলেঙ্গানার বাসিন্দাদের দিনে তিন কোটি টাকা করে লুঠ করেছে সাইবার অপরাধীরা । পাঁচটি পদ্ধতির মাধ্যমে বেশিরভাগ করা হচ্ছে আর্থিক জালিয়াতি । সতর্ক থাকুন আপনিও ৷

Cyber Fraud
সাইবার অপরাধ

By ETV Bharat Bangla Team

Published : Jan 1, 2024, 10:06 PM IST

হায়দরাবাদ, 1 জানুয়ারি: প্রতিদিন প্রায় 3 কোটি টাকা ৷ আটমাসে মোট 707.25 কোটি টাকা সাইবার অপরাধীদের খপ্পড়ে পরে খুইয়েছেন তেলেঙ্গানার মানুষ । 2023 সালে রাজ্যে ঘটেছে 16 হাজার 339টি সাইবার অপরাধ ৷ তার মধ্যে 15 হাজারই আর্থিক জালিয়াতির ঘটনা ৷ এই পরিস্থিতি চিন্তায় ফেলেছে রাজ্যের পুলিশ প্রশাসনকে ৷

তেলেঙ্গানার সাইবার সিকিউরিটি ব্যুরোর বিশেষজ্ঞরা জানিয়েছেন, অনলাইনে বেশি আর্থিক জালিয়াতি করা হচ্ছে ৷ বিশেষ করে পাঁচটি অপরাধমূলক পদ্ধতির মাধ্যমে এটি ঘটছে । দেশে সাইবার অপরাধের 40 শতাংশেরও বেশি হয়েছে শুধুমাত্র তেলেঙ্গানায় ৷ এই পরিসংখ্যান থেকে পরিষ্কার যে সাইবার অপরাধীরা কীভাবে রাজ্যে আক্রমণ করছে ৷ বিশেষজ্ঞরা এই ধরনের জালিয়াতি সম্পর্কে সচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তার উপর জোর দিচ্ছেন ৷

কাজ ও বিনিয়োগের নামে জালিয়াতি

প্রতারকরা পার্টটাইম কাজের নামে মেসেজ পাঠায় এবং উত্তরদাতাদের কিছু কাজ দেয় যা তাদের সম্পূর্ণ করতে বলা হয় । তারা বলে যে আপনি যদি তাদের উল্লেখিত ওয়েবসাইটের ভিডিয়োগুলি দেখেন এবং রেট দেন তবে আপনি প্রচুর টাকা পাবেন । আপনি যদি প্রথমে 1000 টাকা বিনিয়োগ করেন এবং কাজটি সম্পূর্ণ করেন, আপনি লাভ হিসাবে 866 টাকা পাবেন ৷ এই টাকার লোভে অনেকে বেশি বিনিয়োগ করে ফেলে । এরপর লক্ষাধিক টাকা হাতিয়ে প্রতারকরা মোবাইল বন্ধ করে পালিয়ে যাচ্ছে । হায়দরাবাদ পুলিশ জানিয়েছে, চিক্কাদাপল্লির বাসিন্দারা এই প্রতারণার শিকার হয়ে 28 লক্ষ টাকা হারিয়েছেন । এর পেছনে চিনাদের পাশাপাশি জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে জানা গিয়েছে । তদন্তে দেখা গিয়েছে, এই প্রতারক গ্যাংগুলি সারা দেশে 712 কোটি টাকা লুঠ করেছে ৷

কুরিয়ারের নামে প্রতারণা

সাইবার অপরাধীরা কুরিয়ার কর্মচারী হিসাবে জাহির করে প্রতারণা করছে । প্রথমে ফোন করে গ্রাহককে জানানো হয় যে বিদেশ থেকে একটি পার্সেল এসেছে এবং তবে সেটি শুল্ক বিভাগে হস্তান্তর করা হয়েছে কারণ তাতে মাদক রয়েছে । কিছুক্ষণ পর কেউ কাস্টমস বা পুলিশ সেজে সেই গ্রাহককে আবার ফোন করে বলে যে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে । আইনি জটিলতা এড়াতে 1 লক্ষ টাকা দিতে হবে ৷ অনেকক্ষেত্রে ভয়ে গ্রাহকরা সেই টাকা দিয়ে দিচ্ছে ৷ এমনটাই পুলিশ জানিয়েছে ৷

বিজ্ঞাপন দিয়ে জালিয়াতি

কোন গাড়া বিক্রয়ের জন্য ওয়েবসাইটগুলিতে বিজ্ঞাপন দেওয়া হয় । যারা কিনতে আগ্রহী তাদের বলা হয় গাড়িটি বিমানবন্দরের পার্কিং লটে রয়েছে । শুধু পরিবহণ চার্জ পাঠান এবং আপনার পছন্দের জায়গায় অনুযায়ী গাড়ি পৌঁছে যাবে । গ্রাহক সেই টাকা পাঠালে প্রতারকরা সেটি হাতিয়ে নেয় । তদন্তে দেখা গিয়েছে, রাজস্থানের ভরতপুর জেলার প্রতারকরা এই কাজ করছে ৷

কার্ড ব্লকের নামে প্রতারণা

ক্রেডিট বা ডেবিট কার্ড আপগ্রেড করার জন্য ব্যাংকের প্রতিনিধি সেজে ফোন করা হচ্ছে । কার্ড যাতে ব্লক না হয়ে যায় তার জন্য লিংক পাঠায় প্রতারকরা গ্রাহকদের ৷ সেই লিংকে কার্ডের মেয়াদ শেষ হওয়ার তারিখ, সিভিভি নম্বর এবং অনলাইন ব্যাংকিংয়ের বিবরণ দিলেই অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব ।

লোন অ্যাপের মাধ্যমে জালিয়াতি

লোন অ্যাপের মাধ্যমে জালিয়াতি করা হচ্ছে । অ্যাপটি ইন্সটল করার জন্য প্রথমে গ্রাহকদের সমস্ত কিছুতে অনুমতিতে দেওয়ার কথা বলা হয় । সেই অনুমতি দিলে লোনের বদলে বেশি সুদ চাওয়া হয় ৷ আপনাকে কয়েক দিনের মধ্যে সেই টাকা পরিশোধ করতে বাধ্য করে প্রতারকরা । আর টাকা না দিলে তারা ওই ব্যক্তিদের ফোনে থাকা অন্য নম্বরে নগ্ন ছবি পাঠিয়ে দেওয়া হুমকি দেয় । এভাবে প্রতারকরা কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে ৷

আরও পড়ুন:

  1. ফোন নম্বরের সঙ্গে অ্যাকাউন্টের সংযুক্তিকরণ! অবসরপ্রাপ্ত অধ্যক্ষ খোয়ালেন 72 লক্ষ
  2. অনলাইন জালিয়াতির বিরুদ্ধে সুরক্ষায় কাজ করছে সাইবার বিমা পণ্যগুলি
  3. সাইবার অপরাধীদের ফাঁদ এড়াতে সতর্ক হোন, তবেই বাঁচবে ব্যাংকে গচ্ছিত টাকা

ABOUT THE AUTHOR

...view details