শ্রীনগর, 3 ডিসেম্বর: ভারতীয় ক্রিকেট দল ম্যাচ হারায় তার উদযাপন করেছিলেন পড়ুয়ারা ৷ শুধু তাই নয়, আপত্তিকর স্লোগানও দেওয়ার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে ৷ এই ঘটনায় 7 জন পড়ুয়াকে ইউএপিএ ধারায় গ্রেফতার করেছিল পুলিশ ৷ শনিবার তাঁদের জামিন মঞ্জুর করল আদালত ৷ পাশাপাশি ওই পড়ুয়াদের বিরুদ্ধে যে ইউএপিএ ধারা প্রয়োগ করা হয়েছিল, তাও খারিজ করে দিয়েছে আদালত ৷
শের-ই-কাশ্মীর এগ্রিকালচারাল অ্যান্ড টেকনোলজি (এসকেইউএএসটি) বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওই 7 পড়ুয়াদের জামিন মঞ্জুর করেছে প্রধান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৷ ওই পড়ুয়াদের আইনজীবী শফিক আহমদ ভাট জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় ওই পড়ুয়াদের ছেড়ে দেওয়া হয়েছে ৷
আইনজীবী আরও জানান, ওই পড়ুয়াদের বিরুদ্ধে আনলফুল অ্যাকটিভিটিস (প্রিভেনশন) অ্যাক্ট (ইউএপিএ) ধারা তুলে নেওয়া হয়েছে ৷ আইনজীবী বলেন, "ওই পড়ুয়াদের অভিভাবকদের আবেদনে এই ইউএপিএ ধারা প্রত্য়াহার করা হয়েছে ৷" এই প্রসঙ্গে কাশ্মীরের আইজিপি ভি কে বিরদি বলেন, "পড়ুয়াদের বাবা-মা কথা দিয়েছেন, তাঁদের সন্তানরা কোনও রকম ক্ষতিকর কাজ করবে না ৷ তাই ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় এই মামলাটি চলছে ৷"