পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বিশ্বকাপে ভারতের পরাজয়ে পড়ুয়াদের আনন্দ ! ধৃতদের জামিন দিল পুলিশ - Jammu and Kashmir Students

Jammu and Kashmir Students: কয়েকজন পড়ুয়া ভারতের পরাজয়ে আনন্দ করেছিলেন ৷ এর সঙ্গে তাঁরা আপত্তিকর স্লোগান দিয়েছিলেন বলেও অভিযোগ ৷ পুলিশ তাঁদের গ্রেফতার করলেও পরে জামিন পায় পড়ুয়ারা ৷

ETV Bharat
জম্মু ও কাশ্মীর

By ETV Bharat Bangla Team

Published : Dec 3, 2023, 1:45 PM IST

শ্রীনগর, 3 ডিসেম্বর: ভারতীয় ক্রিকেট দল ম্যাচ হারায় তার উদযাপন করেছিলেন পড়ুয়ারা ৷ শুধু তাই নয়, আপত্তিকর স্লোগানও দেওয়ার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে ৷ এই ঘটনায় 7 জন পড়ুয়াকে ইউএপিএ ধারায় গ্রেফতার করেছিল পুলিশ ৷ শনিবার তাঁদের জামিন মঞ্জুর করল আদালত ৷ পাশাপাশি ওই পড়ুয়াদের বিরুদ্ধে যে ইউএপিএ ধারা প্রয়োগ করা হয়েছিল, তাও খারিজ করে দিয়েছে আদালত ৷

শের-ই-কাশ্মীর এগ্রিকালচারাল অ্যান্ড টেকনোলজি (এসকেইউএএসটি) বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওই 7 পড়ুয়াদের জামিন মঞ্জুর করেছে প্রধান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৷ ওই পড়ুয়াদের আইনজীবী শফিক আহমদ ভাট জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় ওই পড়ুয়াদের ছেড়ে দেওয়া হয়েছে ৷

আইনজীবী আরও জানান, ওই পড়ুয়াদের বিরুদ্ধে আনলফুল অ্যাকটিভিটিস (প্রিভেনশন) অ্যাক্ট (ইউএপিএ) ধারা তুলে নেওয়া হয়েছে ৷ আইনজীবী বলেন, "ওই পড়ুয়াদের অভিভাবকদের আবেদনে এই ইউএপিএ ধারা প্রত্য়াহার করা হয়েছে ৷" এই প্রসঙ্গে কাশ্মীরের আইজিপি ভি কে বিরদি বলেন, "পড়ুয়াদের বাবা-মা কথা দিয়েছেন, তাঁদের সন্তানরা কোনও রকম ক্ষতিকর কাজ করবে না ৷ তাই ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় এই মামলাটি চলছে ৷"

গত 19 নভেম্বর ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ভারত অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয় ৷ সেদিন কিছু পড়ুয়া পুলিশের কাছে অভিযোগ করে, কলেজে তাঁদের কয়েকজন সহপাঠী তাঁদের হয়রান করেছেন ৷ ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ভারত হেরে যাওয়ায় তাঁরা আপত্তিকর স্লোগানও দিয়েছেন ৷

পুলিশ তখন ইউএপিএ-র 13 নম্বর ধারার আওতায় পড়ুয়াদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ৷ এই ধারায় 7 বছরের কারাদণ্ড দেওয়া হয় ৷ এছাড়াও ওই পড়ুয়াদের ভারতীয় দণ্ডবিধির 505 এবং 506 ধারায় অভিযোগ দায়ের করা হয় ৷ তবে ইউএপিএ ধারায় অভিযোগের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে রাজনৈতিক দলগুলি ৷ তারা ওই পড়ুয়াদের বিরুদ্ধে অভিযোগ তুলে নেওয়ার কথা জানায় ৷ পিডিপি সভাপতি মেহবুবা মুফতি সোশাল মিডিয়ায় লেখেন, "এটা জেনে খুশি হলাম যে, এসকেইউএএসটি পড়ুয়াদের বিরুদ্ধে ইউএপিএ ধারা প্রত্যাহার করে নেওয়া হয়েছে ৷"

আরও পড়ুন:

  1. বিশ্বকাপে পা তোলার জের, যোগীরাজ্যে মিচ মার্শের বিরুদ্ধে এফআইআর
  2. বিশ্বকাপে ভারত হেরে যাওয়ায় আত্মঘাতী যুবক, চাঞ্চল্য বাঁকুড়ায়
  3. টি20 বিশ্বকাপে প্রথমবার উগান্ডা, যোগ্যতা অর্জনে ব্যর্থ জিম্বাবোয়ে

ABOUT THE AUTHOR

...view details