তিনসুকিয়া (অসম), 6 সেপ্টেম্বর: অসমে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল 7 জনের ৷ মঙ্গলবার রাত সাড়ে 10টা নাগাদ ঘটনাটি ঘটেছে অসমের তিনসুকিয়া জেলার কাকপাথারের বরদিরাকে ৷ ট্রাকের সঙ্গে টাটা ম্যাজিক গাড়ির মুখোমুখি সংঘর্ষের ফলে এই দুর্ঘটনা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ৷ এর জেরে ঘটনাস্থলেই 7 জনের মৃত্যু হয় ৷ আহত হয়েছেন 12 জন ৷ তাঁদের মধ্যে 5 জনের শারীরিক পরিস্থিতি নিয়ে চিকিৎসকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। চিকিৎসার জন্য তাঁদের অন্য কোনও হাসপাতাসে স্থানান্তরিত করা হবে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
খবর পেয়েই স্থানীয়রা উদ্ধার কাজে হাত লাগান ৷ আহতদের আশঙ্কাজনক অবস্থায় তিনসুকিয়া সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তবে সেখানে তাঁদের অবস্থা দেখে রাতেই ডিব্রুগড় অসম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি জেলা প্রশাসনের কর্তারাও এসে পৌঁছন। দুর্ঘটনা স্থল ঘুরে দেখে ঠিক কেন এমন ঘটনা ঘটল তা জানার কাজ শুরু হযেছে। এর নেপথ্যে কারও গাফিলতি আছে নাকি অন্য কোনও কারণে দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন : শৌচকর্ম করতে গিয়ে ডাম্পার থেকে কাদামাটিতে চাপা পড়ে মৃত্যু যুবকের