আহমেদাবাদ, 24 জুলাই : এলপিজি সিলিন্ডার থেকে গ্যাস লিক করে বিস্ফোরণে মারা মৃত্যু হয়েছে একই পরিবারের 7 জনের ৷ মঙ্গলবার, 20 জুলাই রাতে এই ঘটনাটি ঘটেছে গুজরাতে আহমেদাবাদের বারেজা এলাকায় ৷ মৃতরা সবাই মধ্যপ্রদেশের গুনা অঞ্চল থেকে কাজের খোঁজে গুজরাতে এসেছিলেন ৷ এই ঘটনায় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ও কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া শোক প্রকাশ করে টুইট করেছেন ৷
আরও পড়ুন : গোয়ার দুধসাগর জলপ্রপাতের কাছে ধস, লাইনচ্যুত ট্রেন
জানা গিয়েছে, বাজেরায় একটা ছোট ঘরে শ্রমিক পরিবারের সব সদস্য একসঙ্গে থাকতেন ৷ সারা রাত ধরে কোনও ভাবে সিলিন্ডার থেকে গ্যাস লিক করে ৷ রাতে কোনও এক সদস্য সুইচ অন করলে এই সাংঘাতিক বিস্ফোরণ হয় ৷ সঙ্গে সঙ্গে তাঁদের সবাইকে কাছের সোলা সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ চিকিৎসা চলাকালীন 22 জুলাই 3 জন সদস্য, শুক্রবার 4 জন মারা গিয়েছেন ৷ বাকি 3 জনের চিকিৎসা চলছে, জানিয়েছেন আসলালি পুলিশ স্টেশনের সাব-ইনস্পেক্টর এস এস গামেতি ৷ মৃতদের মধ্যে শিশু ও মহিলারাও রয়েছেন ৷
তিনি জানান, কিছু শ্রমিক কারখানায় কাজ করছিল আর তাদের পরিবারের সদস্যরা ছোট ঘরে ঘুমিয়ে ছিল ৷ সেই সময় গ্যাস লিক করে ৷ প্রতিবেশীরা গন্ধ পেয়ে তাদের ডেকে তোলার চেষ্টা করে ৷ তখন কেউ একজন ঘুম থেকে উঠে আলো জ্বালানোর জন্য সুইচ অন করেছিল আর তাতেই বিস্ফোরণ হয় ৷ তিনি বলেন, "10 জন সদস্য ঘুমিয়ে ছিলেন ৷ ঘরে আগুন লেগে যাওয়ায় প্রত্যেকেই পুড়ে যান ৷"
মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান মৃতদের আত্মীয়কে 4 লক্ষ টাকা আর মৃত শিশুদের আত্মীয়কে 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন ৷ এমনকি তাঁদের চিকিৎসার সমস্ত খরচের দায়িত্ব নিয়েছে মধ্যপ্রদেশ সরকার, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷