পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

MBBS Students killed in Accident : নিয়ন্ত্রণ হারিয়ে 50 ফুট নিচে পড়ল গাড়ি, মৃত্যু 7 ডাক্তারি পড়ুয়ার - মহারাষ্ট্রে দুর্ঘটনায় মৃত্যু 7 ডাক্তারি পড়ুয়ার

সোমবার মাঝরাতে মহারাষ্ট্রের ওয়ারধা-ইয়াভাতমল সড়কে দুর্ঘটনাটি ঘটে ৷ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ থেকে 50 ফুট নিচে পড়ে যায় ৷ তাতেই মৃত্যু হয়েছে 7 জন ডাক্তারি পড়ুয়ার (MBBS Students killed in Accident)৷

Medical Students killed in Accident
Medical Students killed in Accident

By

Published : Jan 25, 2022, 8:41 AM IST

Updated : Jan 25, 2022, 9:29 AM IST

মুম্বই, 25 জানুয়ারি : মাঝরাতের একটি দুর্ঘটনা কেড়ে নিল সাতজন ডাক্তারি পড়ুয়ার প্রাণ ৷ সোমবার মাঝরাতে মহারাষ্ট্রের ওয়ারধা-ইয়াভাতমল সড়কে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে ৷ একটি জাইলো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের উপর থেকে 50 ফুট নিচে পড়ে যায় ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় সাতজনের ৷ সকলেই সাওয়াঙ্গির একটি মেডিক্যাল কলেজের পড়ুয়া ৷ মৃতদের মধ্যে স্থানীয় এক বিধায়কের ছেলেও রয়েছেন ৷ বাকিরা দেশের বিভিন্ন অংশ থেকে ডাক্তারি পড়তে এসেছিলেন (MBBS Students killed in Accident)৷

দুর্ঘটনাস্থল ওয়ার্ধা জেলার সেলসুরা এলাকা ৷ জানা গিয়েছে, সোমবার রাত দেড়টা নাগাদ সাতজন ডাক্তারি পড়ুয়াদের নিয়ে একটি জাইলো গাড়ি দেওলি থেকে ওয়ার্ধার দিকে যাচ্ছিল ৷ ওয়ার্ধা-ইয়াভাতমল সড়কে একটি ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারায় ৷ এরপর রাস্তার পাশে ধাক্কা মেরে সোজা 50 ফুট গভীরে পড়ে যায় ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় সাতজনের ৷ দুমড়ে মুচড়ে যায় গাড়িটি ৷

আরও পড়ুন : Salkia Road Accident : নিছক দুর্ঘটনা নাকি খুন ? সালকিয়ার সিসিটিভি ফুটেজ ভাবাচ্ছে পুলিশকে

ওয়ার্ধার পুলিশ সুপার প্রশান্ত হোলকার জানিয়েছেন, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে গোন্ডিয়া জেলার তিরোধার বিধায়ক বিজয় রাহাঙ্গডালের ছেলে ৷ বাকিরা হলেন নীরজ চৌহান, নীতিশ সিং, বিবেক নন্দন, প্রত্যুষ সিং, শুভম জয়সওয়াল এবং পবন শক্তি ৷ এর মধ্যে নীরজ চৌহন এমবিবিএস ফার্স্ট ইয়ারের ছাত্র ৷ বাকিদের মধ্যে অধিকাংশই ফাইনাল ইয়ারের ছাত্র ৷

Last Updated : Jan 25, 2022, 9:29 AM IST

ABOUT THE AUTHOR

...view details