তিরুভান্নামালাই (তামিলনাড়ু), 15 অক্টোবর:তামিলনাড়ুতে মর্মান্তিক দুর্ঘটনা ৷ রবিবার সকালে ভয়াবহ এক পথদুর্ঘটনায় প্রাণ গেল 7 জনের ৷ তিরুভান্নামালাই-ব্যাঙ্গালোর জাতীয় সড়কে একটি গাড়ির সঙ্গে একটি লরির জোরালো সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে ৷ মৃতদের পরিবারের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্তালিন ৷ লরির চালক পলাতক ৷
রবিবার কর্ণাটক রাজ্যের গাড়ির রেজিস্ট্রেশন নম্বরের একটি গাড়ি তিরুভান্নামালাই-ব্যাঙ্গালোর জাতীয় সড়ক ধরে তিরুভান্নামালাই থেকে বেঙ্গালুরুর দিকে যাচ্ছিল । চেঙ্গামের কাছে পাক্কিরি পালায়ম পঞ্চায়েতের কাছে একটি লরির সঙ্গে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয় । লরিটি সিঙ্গারাপেট্টাই থেকে তিরুভান্নামালাইয়ের দিকে আসছিল ।
এই দুর্ঘটনায় লরি এবং গাড়ির মুখোমুখি সংঘর্ষ হওয়ায় দুটি গাড়িরই সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়েছে ৷ গাড়িটি প্রায় সম্পূর্ণ দলা পাকিয়ে গিয়েছে ৷ ওই গাড়িতে ছিলেন একই পরিবারের দুই শিশু, চার পুরুষ ও এক নারী-সহ সাতজন ৷ তাঁদের প্রত্যেকেরই ঘটনাস্থলে মর্মান্তিক মৃত্যু হয় ৷