পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

জম্মু-কাশ্মীরে গুলির লড়াই, খতম সাত জঙ্গি - শোপিয়ান

জম্মু-কাশ্মীরে ফের গুলির লড়াই ৷ খতম সাত জঙ্গি ৷ পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে শোপিয়ানে মৃত্য়ু পাঁচ সন্ত্রাসবাদীর ৷ ত্রালে নিকেশ আরও দুই জঙ্গি ৷ তাদের মধ্যে একজন আনসার গজওয়াত-উল-হিন্দ নামে একটি জঙ্গিগোষ্ঠীর প্রধান ৷

7 AGH militants killed in south Kashmir gunfights; op continues in Shopian
দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানে খতম সাত সন্ত্রাসবাদী

By

Published : Apr 9, 2021, 12:51 PM IST

Updated : Apr 9, 2021, 2:54 PM IST

শ্রীনগর, 9 এপ্রিল : ফের উপত্যকায় গুলির লড়াই ৷ সেনাবাহিনীর সঙ্গে গুলি বিনিময়ে খতম সাত জঙ্গি ৷ প্রশাসনিক সূত্রে খবর, শুক্রবার দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানে পাঁচ জঙ্গিকে নিকেশ করেছে নিরাপত্তাবাহিনী ৷ অন্যদিকে, ত্রালে খতম করা হয়েছে আরও দুই সন্ত্রাসবাদীকে ৷

শুক্রবার জম্মু-কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়, জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে বৃহস্পতিবারই শোপিয়ানে যৌথ তল্লাশি শুরু করে পুলিশ ও সেনাবাহিনী ৷ সেই সময়েই বাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে সন্ত্রাসবাদীরা ৷ পাল্টা জবাব দেন জওয়ানরাও ৷

সেই গুলি বিনিময়েই মৃত্যু হয়েছে পাঁচ জঙ্গির ৷ সূত্রের খবর, এদের মধ্যে তিন সন্ত্রাসবাদীর মৃত্য়ু হয় বৃহস্পতিবার সন্ধেয় ৷ তারপর রাতভর দু’পক্ষই গোলাগুলি বন্ধ রেখে অপেক্ষা করতে থাকে ভোরের আলো ফোটার ৷ শুক্রবার সকাল থেকে আবার শুরু হয় গুলির লড়াই ৷ তখনই আরও দুই জঙ্গিকে খতম করে নিরাপত্তাবাহিনী ৷ ওই এলাকায় আর কোনও সন্ত্রাসবাদী লুকিয়ে রয়েছে কিনা, তা জানতে শুরু হয়েছে তল্লাশি অভিযান ৷

আরও পড়ুন :অবন্তিপোরায় নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম 2 জঙ্গি

অন্যদিকে, ত্রালেও জঙ্গিদের খোঁজে যৌথ অভিযান চালায় পুলিশ ও সেনাবাহিনী ৷ তাতে দুই সন্ত্রাসবাদীর মৃত্য়ু হয় ৷ নিহতদের একজনের নাম ইমতিয়াজ় শাহ ৷ সে আনসার গজওয়াত-উল-হিন্দ নামে একটি জঙ্গিগোষ্ঠীর প্রধান ছিল ৷

Last Updated : Apr 9, 2021, 2:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details