হুবলি (কর্ণাটক), 9 নভেম্বর: বয়স যে শুধু সংখ্যা মাত্র, তা প্রমাণ করলেন কর্ণাটকের এক প্রৌঢ় ৷ 63 বছর বয়সি গুরুমূর্তি মাতারঙ্গিমঠ 100 দিনে 5 হাজার কিমি রাস্তা সাইকেলে পাড়ি দিয়েছেন ৷ পেশায় চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট প্রৌঢ় ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নামও তুলে ফেলেছেন ৷ সাইকেল চালাতে ভালোবাসেন এমন তরুণদের কাছে তিনি এখন রোল মডেল ৷
হিসাব-নিকেশ নিয়ে দিনরাত ডুবে থাকলেও সাইকেল চালানোটা প্রৌঢ় হিসাবরক্ষকের কাছে নেশার মতোই ৷ খেলাধুলোয় আগ্রহী গুরুমূর্তি ক্রিকেট, ভলিবল, ফুটবল এবং টেনিসও খেলেন ৷ কিন্তু 60 বছর বয়সে তাঁর পায়ে একটা সমস্যা হয় ৷ সমস্যাটি এতটাই গুরুতর ছিল যে তিনি হাঁটতেও পারছিলেন না ৷ তাই শরীর ঠিক রাখতে অন্য কোনও খেলাধুলো করার ভাবনা মাথায় আসে ক্রীড়াপ্রেমী গুরুমূর্তির ৷
এই সময় বাড়ির কাছে একটি সাইকেল দেখেই তাঁর মাথায় আসে, সাইকেল চালিয়েও তিনি শরীর ফিট রাখতে পারবেন ৷ এইভাবেই সাইকেল চালানোর শুরু ৷ আর সাইকেল পরিবেশবান্ধবও ৷