নয়া দিল্লি, 15 জুন : প্রথমে ধারালো অস্ত্র দিয়ে গলা চেরা হয় ৷ তারপর মৃত্যু নিশ্চিত করতে শরীরে বারংবার আঘাত করা হয় ৷ গুনে দেখা গিয়েছে, কুড়িটির বেশি ছুরিকাঘাত রয়েছে বুকে এবং পেটে ৷ এছাড়াও গোটা শরীরেই রয়েছে গুরুতর আঘাতের চিহ্ন ৷ রবিবার দিল্লিতে 62 বছর বয়সীকে এভাবেই খুন করে এক অভিযুক্ত ৷ বছর তিরিশের ওই অভিযুক্ত বৃদ্ধার প্রতিবেশী ৷ পুলিশ জানায়, খুন করার আগে বৃদ্ধার শ্লীলতাহানিও করে সে ৷ পরে পুলিশকে সে জানায়, নেশার ঘোরে কী করেছে নিজেও বুঝতে পারেনি ৷ তদন্তের স্বার্থে এর থেকে বেশি কিছু জানাতে চায়নি দিল্লি পুলিশ ৷
বাড়ি বিহারের বেগুসরাইয়ে ৷ ইদানীং ছেলে এবং নাতির সঙ্গে পূর্ব দিল্লির ময়ূর বিহার ফেজ-থ্রিতে দাল্লুপুরা গ্রামে থাকছিলেন ওই বৃদ্ধা ৷ সেখানেই বাড়ির কাছে একটি জায়গায় সবজি বিক্রি করতেন ৷ সেটাই ছিল তাঁর পেশা ৷ রবিবার সকালেও নাতির সঙ্গে তাঁর সবজির ভ্যান নিয়ে সবজি বিক্রি করতে বের হন বৃদ্ধা ৷ তারপর বাড়ি ফিরে খাবারও বানান ৷
রবিবার সন্ধ্যায় বাড়ির কাছে থেকেই বৃদ্ধাকে সংজ্ঞাহীন এবং অর্ধনগ্ন অবস্থায় পাওয়া যায় ৷ তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি ৷ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন ৷ হাসপাতালের তরফে খবর দেওয়া হয় পুলিশকে ৷