পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

20 বার ছুরির কোপ, শ্লীলতাহানির পর বৃদ্ধাকে খুন দিল্লিতে - old woman stabbed to death in east delhi

বাষোট্টি বছর বয়সী এক বৃদ্ধার শ্লীলতাহানির পর কুপিয়ে খুন করা হল দিল্লিতে ৷ নির্যাতিতাকে গলা কেটে খুন করা হয়েছে ৷ শরীরে পাওয়া গিয়েছে আরও আঘাতের চিহ্ন ৷ রবিবার ঘটনাটি ঘটেছে ৷ দিল্লি পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে ৷ তার কাছ থেকে একটি ছুরিও পাওয়া গিয়েছে ৷

শ্লীলতাহানির পর বৃদ্ধাকে কুপিয়ে খুন দিল্লিতে
শ্লীলতাহানির পর বৃদ্ধাকে কুপিয়ে খুন দিল্লিতে

By

Published : Jun 15, 2021, 7:49 AM IST

নয়া দিল্লি, 15 জুন : প্রথমে ধারালো অস্ত্র দিয়ে গলা চেরা হয় ৷ তারপর মৃত্যু নিশ্চিত করতে শরীরে বারংবার আঘাত করা হয় ৷ গুনে দেখা গিয়েছে, কুড়িটির বেশি ছুরিকাঘাত রয়েছে বুকে এবং পেটে ৷ এছাড়াও গোটা শরীরেই রয়েছে গুরুতর আঘাতের চিহ্ন ৷ রবিবার দিল্লিতে 62 বছর বয়সীকে এভাবেই খুন করে এক অভিযুক্ত ৷ বছর তিরিশের ওই অভিযুক্ত বৃদ্ধার প্রতিবেশী ৷ পুলিশ জানায়, খুন করার আগে বৃদ্ধার শ্লীলতাহানিও করে সে ৷ পরে পুলিশকে সে জানায়, নেশার ঘোরে কী করেছে নিজেও বুঝতে পারেনি ৷ তদন্তের স্বার্থে এর থেকে বেশি কিছু জানাতে চায়নি দিল্লি পুলিশ ৷

বাড়ি বিহারের বেগুসরাইয়ে ৷ ইদানীং ছেলে এবং নাতির সঙ্গে পূর্ব দিল্লির ময়ূর বিহার ফেজ-থ্রিতে দাল্লুপুরা গ্রামে থাকছিলেন ওই বৃদ্ধা ৷ সেখানেই বাড়ির কাছে একটি জায়গায় সবজি বিক্রি করতেন ৷ সেটাই ছিল তাঁর পেশা ৷ রবিবার সকালেও নাতির সঙ্গে তাঁর সবজির ভ্যান নিয়ে সবজি বিক্রি করতে বের হন বৃদ্ধা ৷ তারপর বাড়ি ফিরে খাবারও বানান ৷

রবিবার সন্ধ্যায় বাড়ির কাছে থেকেই বৃদ্ধাকে সংজ্ঞাহীন এবং অর্ধনগ্ন অবস্থায় পাওয়া যায় ৷ তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি ৷ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন ৷ হাসপাতালের তরফে খবর দেওয়া হয় পুলিশকে ৷

পুলিশ জানতে পারে, বৃদ্ধা এবং তার নাতি যে পাড়ায় থাকেন সেখানে সিসিটিভি ক্যামেরা বসানো রয়েছে ৷ সেই সিসিটিভি ফুটেজেই রবিবার সন্ধ্যায় বৃদ্ধার বাড়িতে ঢুকতে এবং বের হতে দেখা যায় ওই যুবককে ৷

দিল্লি পুলিশের (পূর্ব) ডেপুটি কমিশনার প্রিয়ঙ্কা কাশ্যপ জানিয়েছেন, হাসপাতালে পৌঁছে দেখা যায় নির্যাতিতার গলা ধারালো অস্ত্র দিয়ে কাটা ছিল এবং তাঁর পেটে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে । চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন ৷ পরে 302 ধারায় হত্যার মামলা রুজু করা হয় ৷ যেখান থেকে মহিলাকে উদ্ধার করেছিল সেখানকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চার-পাঁচ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হয় ৷ আপাতত যৌন নিপীড়ন ও হত্যার মামলা রুজু হয়েছে ৷ ময়নাতদন্তের রিপোর্ট পেলে সেই অনুযায়ী আরও মামলা রুজু করা হবে ৷

আরও পড়ুন : মহারাষ্ট্রে গাড়ি দুর্ঘটনায় 4 জনের মৃত্যু

ABOUT THE AUTHOR

...view details