জম্মু, 18 সেপ্টেম্বর:দেশের সেনা বাহিনী এবার হাতে পেল দেশীয় প্রযুক্তিতে তৈরি 600টি অ্যান্টি ট্যাঙ্ক মাইন ৷ 'বিভব' নামের এই মাইনগুলি সেল্ফ-নিউট্রালাইজিং প্রযুক্তি যুক্ত ৷ ফলে নির্দিষ্ট সময় পরে নিজে থেকেই নষ্ট হয়ে যাবে এই মাইনগুলি ৷ শত্রুপক্ষের কোনও ট্যাঙ্ক সীমান্ত পেরিয়ে দেশের স্থলসীমায় প্রবেশ করলে সেগুলিকে ধ্বংস করতে সক্ষম এই মাইনগুলি ৷ সোমবার এই মাইনগুলির প্রস্তুতকারী সংস্থার তরফে এই তথ্য দেওয়া হয়েছে ৷
নতুন ধরণের প্লাস্টিক প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে এই মাইনগুলি ৷ যেকোনও ধরণের ভূ-প্রকৃতিগত অবস্থায় পূর্ণ শক্তিতে কার্যক্ষম এই 'বিভব' ৷ এই মাইনগুলি তৈরিতে যে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে তা এগুলির স্থায়িত্বও বাড়াবে ৷ প্রস্তুতকারী সংস্থাটি জানিয়েছে, দেশের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) এর সঙ্গে হাত মিলিয়ে তৈরি করা হয়েছে এই 'বিভব' মাইনগুলি ৷
সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, সম্প্রতি 600টি 'বিভব' মাইন সেনার হাতে তুলে দেওয়া হয়েছে ৷ এই মাইনগুলিকে পয়েন্ট অ্যাটাক অ্যান্টি ট্যাঙ্ক অস্ত্র বলে দাবি করেছে প্রস্তুতকারী সংস্থাটি ৷ শত্রুপক্ষের আক্রমণের বহর কমাতে এই মাইনগুলি কার্যকর হবে বলেও মনে করা হচ্ছে ৷ যান্ত্রিকভাবে অথবা মনুষ্যদ্বারা দুইভাবেই ব্যবহার করা সম্ভব এই অ্যান্টি ট্যাঙ্ক মাইনগুলিকে ৷