পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Vibhav Anti Tank Mines: শক্তি বাড়ল ভারতীয় সেনার, হাতে এল নয়া অ্যান্টি-ট্যাঙ্ক মাইনস 'বিভব' - ভারতীয় সেনা

নয়া প্রযুক্তির অ্যান্টি ট্যাঙ্ক মাইন পেল ভারতীয় সেনা ৷ 'বিভব' নামের এই মাইনগুলি ডিআরডিও এর সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি করেছে একটি সংস্থা ৷ দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে এই মাইনগুলি ৷

ETV Bharat
ফাইল ছবি

By ETV Bharat Bangla Team

Published : Sep 18, 2023, 7:31 PM IST

জম্মু, 18 সেপ্টেম্বর:দেশের সেনা বাহিনী এবার হাতে পেল দেশীয় প্রযুক্তিতে তৈরি 600টি অ্যান্টি ট্যাঙ্ক মাইন ৷ 'বিভব' নামের এই মাইনগুলি সেল্ফ-নিউট্রালাইজিং প্রযুক্তি যুক্ত ৷ ফলে নির্দিষ্ট সময় পরে নিজে থেকেই নষ্ট হয়ে যাবে এই মাইনগুলি ৷ শত্রুপক্ষের কোনও ট্যাঙ্ক সীমান্ত পেরিয়ে দেশের স্থলসীমায় প্রবেশ করলে সেগুলিকে ধ্বংস করতে সক্ষম এই মাইনগুলি ৷ সোমবার এই মাইনগুলির প্রস্তুতকারী সংস্থার তরফে এই তথ্য দেওয়া হয়েছে ৷

নতুন ধরণের প্লাস্টিক প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে এই মাইনগুলি ৷ যেকোনও ধরণের ভূ-প্রকৃতিগত অবস্থায় পূর্ণ শক্তিতে কার্যক্ষম এই 'বিভব' ৷ এই মাইনগুলি তৈরিতে যে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে তা এগুলির স্থায়িত্বও বাড়াবে ৷ প্রস্তুতকারী সংস্থাটি জানিয়েছে, দেশের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) এর সঙ্গে হাত মিলিয়ে তৈরি করা হয়েছে এই 'বিভব' মাইনগুলি ৷

সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, সম্প্রতি 600টি 'বিভব' মাইন সেনার হাতে তুলে দেওয়া হয়েছে ৷ এই মাইনগুলিকে পয়েন্ট অ্যাটাক অ্যান্টি ট্যাঙ্ক অস্ত্র বলে দাবি করেছে প্রস্তুতকারী সংস্থাটি ৷ শত্রুপক্ষের আক্রমণের বহর কমাতে এই মাইনগুলি কার্যকর হবে বলেও মনে করা হচ্ছে ৷ যান্ত্রিকভাবে অথবা মনুষ্যদ্বারা দুইভাবেই ব্যবহার করা সম্ভব এই অ্যান্টি ট্যাঙ্ক মাইনগুলিকে ৷

প্রস্তুতকারী সংস্থাটি জানিয়েছে, এই মাইনগুলি যাদে নিরাপদে ব্যবহার করা যায়, শত্রুপক্ষের যাতে সর্বোচ্চ ক্ষতি সম্ভব হয় সেরকম ভরসাযোগ্যভাবেই এই মাইনগুলি তৈরি করা হয়েছে ৷ এই মাইনগুলির মধ্যে ইলেক্ট্রনিক অ্যান্টি-হ্যান্ডলিং অ্যান্ড অ্যান্টি-লিফট ডিভাইস (EAHALD) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যাতে মাটিতে পোঁতার পর 120 দিন পর্যন্ত সেগুলি কর্মক্ষম থাকে ৷ সব ধরণের যুদ্ধ ট্যাঙ্কের বিরুদ্ধেই এই মাইনগুলি আঘাত হানতে সক্ষম বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন: অনন্তনাগে ষষ্ঠদিনে পড়ল সেনা-জঙ্গি গুলির লড়াই, জঙ্গল ঘিরে চলছে অভিযান

ভারতীয় সেনার জন্য কল্যাণী গ্রুপ এই মাইনগুলি বানাচ্ছে ৷ 10 বছর পর্যন্ত এই মাইনগুলির স্থায়িত্ব ৷ তবে যেহেতু এই মাইনগুলিতে মেকানিক্যাল টাইমার ব্যবহার করা হয়েছে, তাই একবার নির্দিষ্ট জায়গায় স্থাপন করার 120 দিন পর নিজে থেকেই ধ্বংস হয়ে যাবে এই মাইনগুলি, এমনটাই দাবি প্রস্তুতকারী সংস্থার ৷ (পিটিআই)

ABOUT THE AUTHOR

...view details