গোরক্ষপুর (উত্তরপ্রদেশ), 6 মার্চ: বিয়ের অনুষ্ঠানের খাবার খেয়ে অসুস্থ 60 জন ৷ রবিবার রাতে ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) পিপরাইচে ৷ বিয়ের অনুষ্ঠানের খাবারে বিষক্রিয়ার (Food Poisoning at Marriage Ceremony) জেরেই এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ৷ স্থানীয়দের থেকে জানা গিয়েছে, এলাকার একটি অনুষ্ঠান বাড়ি ভাড়া নিয়ে ওই বিয়ের আসর বসেছিল ৷ সেখানে খাবারের মধ্যে রস মালাই ছিল ৷ অভিযোগ, ওই রস মালাই খাওয়ার পরই একে 60 জনের বমি শুরু হয় ৷
প্রথমে তাঁদের এলাকার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷ পরে তাঁদের গোরক্ষপুর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ সেই কারণে জেলা হাসপাতাল থেকে 12টি অ্যাম্বুল্যান্স পাঠানো হয় । গোরক্ষপুরের সিএমও ড. আশুতোষ কুমার দুবে নিজে উপস্থিত ছিলেন রোগীদের যত্ন নিতে । তিনি জানান, রাতেই প্রায় 15 জন রোগীকে এলাকার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ৷ বাকিদের জেলা হাসপাতালে পাঠানো হয় ৷ বাকিদেরও পরে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ৷ বাকি ছ’জন এখনও চিকিৎসাধীন বিআরডি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৷
ঘটনাস্থলে পৌঁছান জেলা আধিকারিক ও পুলিশ । যে অনুষ্ঠান বাড়িতে বিয়ের আসর বসেছিল, সেই বাড়িটি সিল করে দেওয়া হয়েছে পুলিশের তরফে ৷ ঘটনাস্থল থেকে মিষ্টি ও অন্যান্য খাবারের নমুনা সংগ্রহ করেছে খাদ্য দফতর (Food Department Took Samples Food) । রোগীদের বমি ও ডায়রিয়ার কারণে অনুমান করা হচ্ছে যে অনুষ্ঠানে পরিবেশিত মিষ্টি বা খাবারে অবশ্যই কিছু ভেজাল ছিল । সরকারি রিপোর্ট আসার পরই খাদ্যে বিষক্রিয়ার সঠিক কারণ জানা যাবে ।