পটনা, 1 অক্টোবর : ছ’বছরের এক শিশুকে পিটিয়ে খুনের (6 Year Old Child Beaten to Death) অভিযোগ উঠল বিহারের গয়া (Gaya Child Death) জেলায় ৷ গত মঙ্গলবার ঘটনাটি ঘটে ৷ কিন্তু পুলিশের কাছে গতকাল, শুক্রবার অভিযোগ দায়ের হয় ৷ সেই অভিযোগে জানানো হয়েছে, স্কুলে দুর্গাপুজোর (Durga Puja) জন্য রাখা আপেল খেয়ে নেয় ওই শিশু ৷ সেই কারণেই তাঁকে পিটিয়ে মেরে ফেলা হয় ৷
পুলিশ এই ঘটনায় বিকাশ সিং ও তাঁর স্ত্রীকে গ্রেফতার করেছে ৷ ওই দম্পতি গয়ার ওয়াজিরগঞ্জের বাকি বিঘা গ্রামে লিটল লিডারস পাবলিক স্কুল চালান ৷ স্কুল চত্বরেই তাঁরা দুর্গাপুজোর আয়োজন করেন ৷ বিবেক নামের ওই শিশু ওই স্কুলেই পড়ে ৷ সেও পুজোয় অংশগ্রহণ করতে গিয়েছিল ৷
পুলিশের কাছে বিবেকের ঠাকুরদা রাম বালক প্রসাদ জানিয়েছেন, টেবিলের উপর প্রসাদের জন্য ফল রাখা ছিল ৷ সেখান থেকে বিবেক একটি আপেল তুলে নিয়ে খেয়ে ফেলে ৷ সেই কারণে তাকে একটি ঘরে আটকে মারধর করা হয় ৷ তার পর স্কুলের বাইরে তাকে ফেলে দেওয়া হয় ৷