কলকাতা, 4 অগস্ট :রাজ্যসভায় (Rajyasabha) ফের সাসপেন্ড বিতর্কে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ বুধবার বাংলার শাসক দলের ছ’জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে রাজ্যসভা থেকে ৷ রাজ্যসভার ওয়েলে নেমে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখানোর অভিযোগেই তাঁদের সাসপেন্ড করা হয় বলে জানা গিয়েছে ৷
গত 19 জুলাই শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন (Monsoon Session) ৷ তার ঠিক আগের দিন পেগাসাস (Pegasus Spyware) বিতর্ক সামনে আসে ৷ কেন্দ্রের বিরুদ্ধে ফোনে আড়িপাতার অভিযোগ নিয়ে সরব হয় বিরোধীরা ৷ এর আগে এই ইস্যুতে সরব হয়ে কেন্দ্রীয় মন্ত্রীর হাত থেকে কাগজ কেড়ে নিয়ে তা ছিঁড়ে ফেলেন রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ শান্তনু সেন ৷
আরও পড়ুন :Modi talks to Mamata : রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে মমতাকে ফোন মোদির
তার পর তাঁকে সাসপেন্ড করা হয় ৷ আগামী 13 অগস্ট পর্যন্ত তিনি সাসপেন্ড ৷ ওই দিনই বাদল অধিবেশন শেষ হচ্ছে ৷ তবে এদিন তৃণমূল কংগ্রেসের যে ছ’জন সাংসদ সাসপেন্ড হয়েছেন, তাঁদের এই শাস্তির মেয়াদ শেষ আজই ৷ আগামিকাল, বৃহস্পতিবার অধিবেশন শুরু হলে তাঁরা আবার যোগদান করতে পারবেন ৷
রাজ্যসভা থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে তৃণমূল কংগ্রেসের দোলা সেন, নাদিমূল হক, অর্পিতা ঘোষ, মৌসম বেনজির নূর, শান্তা ছেত্রী ও আবির রঞ্জন বিশ্বাসকে এদিনের জন্য সাসপেন্ড করা হয়েছে ৷
আরও পড়ুন :Rahul Gandhi : ধর্ষণ করে খুনের অভিযোগ, নিহত নাবালিকার পরিবারের পাশে রাহুল