পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Jodhpur Road Accident : জয়পুর-যোধপুর জাতীয় সড়কে পথ দুর্ঘটনা, মৃত একই পরিবারের 6 - রাজস্থানের বিলাড়া থানা

পরিবারের সবাই দেবী দর্শনে যাচ্ছিলেন ৷ পথে জাতীয় সড়কে ট্রাকের সঙ্গে ধাক্কায় প্রাণ খুইয়েছেন 6 জন, আহত 3 (Jodhpur Road Accident) ৷

Road Accident in Jodhpur Rajasthan
যোধপুরে পথদুর্ঘটনায় মৃত 6

By

Published : Apr 15, 2022, 8:54 AM IST

যোধপুর, 15 এপ্রিল : মর্মান্তিক পথদুর্ঘটনায় মারা গেলেন একই পরিবারের 6 জন ৷ বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে যোধপুর-জয়পুর জাতীয় সড়কে ৷ এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী 3 জন জখম হয়েছেন ৷ তাঁদের মথুরাদাস মাথুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ সেখানে পৌঁছেছেন কালেক্টর হিমাংশু গুপ্তা ৷ পরিবারটি চুরুর বাসিন্দা ৷ সকলে নাগানা কুল দেবীর দর্শনে যাচ্ছিলেন (6 people died of same family in major road accident in Jodhpur Rajasthan) ৷

আরও পড়ুন : Haroa Road accident : হাড়োয়ায় পথ দুর্ঘটনায় আহত অন্তঃসত্ত্বা মহিলা ও এক শিশু-সহ সাতজন

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিলাড়ার জুরলি ফান্টার কাছে রাত আনুমানিক একটা নাগাদ একটি ট্রাক আর বোলেরোর সংঘর্ষ হয় ৷ এতে বোলেরোয় থাকা 6 জন প্রাণ হারান ৷ খবর পেয়ে দুর্ঘটনাস্থলে আসে বিলাড়া থানার পুলিশ ৷ তারাই আহতদের হাসাপাতালে নিয়ে যায় ৷ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷

পুলিশ জানিয়েছে, রাত প্রায় 1টা নাগাদ জয়পুর থেকে আসা বোলেরোটি ট্রাকের একেবারে নিচের দিকে ঢুকে গিয়েছিল ৷

ABOUT THE AUTHOR

...view details