জয়পুর (রাজস্থান), 15 জুন : পরিবারের সামর্থ নেই 16 কোটি টাকা জোগাড় করার ৷ ইঞ্জেকশনের অভাবে মৃত্যু হল ছয় মাসের কন্যাসন্তানের ৷ রাজস্থানের বিকানেরে এই ঘটনায় শোকস্তব্ধ গোটা পরিবার ৷
মেরুদন্ডর পেশি সংক্রান্ত একটি রোগ স্পাইনাল মাসকুলার এট্রোফি (spinal muscular atrophy) ৷ মেরুদন্ডর এই মারণ ব্যাধি সময়ের সঙ্গে সঙ্গে মস্তিষ্ক এবং মেরুদণ্ডের সেই সব স্নায়ুকে নষ্ট করে দেয়, যে স্নায়ু মানুষকে কথা বলতে, হাঁটতে-চলতে, এবং খাবার গিলতে সাহায্য করে ৷ স্পাইনাল মাসকুলার এট্রোফির জন্য একমাত্র কার্যকর একমাত্র একটি ইঞ্জেকশন ৷ যার দাম 16 কোটি কাটা ৷ বিশ্বের সব থেকে দামি ওষুধ এই জোলগেনস্মা ৷ আর এই অর্থ জোগাড় করতেই অপারগ ছিল ছয় মাসের একরত্তি নুর ফাতিমার পরিবার ৷ ছোট্ট নুরের শরীরে এই জিনগত সমস্যা দেখা যায় ৷ সাম্প্রতিক কালে, নুরের কাকা ইনায়েত আলি ইটিভি ভারতের মাধ্যমে ছোট্ট নুরের প্রাণ বাঁচানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদির কাছে আবেদন করেছিলেন ৷ কিছু সামাজিক সংগঠন নুরের পরিবারের হাতে কিছু টাকাও তুলে দিয়েছিল ৷ তবে শেষ রক্ষা হল না ৷ মঙ্গলবার সকালে হারাতে হল ছোট্ট নুরকে ৷