তুমকুর(কর্ণাটক), 2 অক্টোবর: তুমকুরে পৃথক দুটি ঘটনায় দুই পরিবারের 6 জনের মৃত্যু হয়েছে ৷ প্রথম ঘটনায় ঋণের বোঝা সইতে না পেরে আত্মহত্যা করেছে একই পরিবারের তিন সদস্য । ঘটনাটি ঘটেছে তুমকুরের পণ্ডিতনাহল্লি রেলপথের কাছে । এই ঘটনায় বাবা, মা ও মেয়ে আত্মহত্যা করেছে । মৃতরা হলেন সিদ্দগাঙ্গাইয়া (62), সুনন্দম্মা ও তাঁদের মেয়ে গীতা ।
জানা গিয়েছে, সিদ্দগাঙ্গাইয়া তুমকুরের মারালুরের বাসিন্দা ৷ দু'বছর আগে কেইবি থেকে অবসর নিয়েছেন তিনি ৷ সিদ্দগাঙ্গাইয়া প্রচুর ঋণ নিয়েছিলেন ৷ সেই ঋণ নিয়ে তিনি বেঙ্গালুরুর মল্লেশ্বরামের কেসি জেনারেল হাসপাতালের কাছে একটি চায়ের দোকান খুলেছিলেন । তবে সেটি ভালো চলছিল না ৷ এরপরেই সোমবার সকালে পণ্ডিতনাহল্লি রেল লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন পরিবারের তিন সদস্য । পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে ৷ দেহগুলিকে ময়নাতদন্তের জন্য তুমকুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ৷ যশবন্তপুর রেলওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে । এ ঘটনায় রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ।