পুরী, 19 অক্টোবর : পুরী বেড়াতে গিয়ে বাড়ি ফেরা হল না এক বাঙালি পর্যটকের ৷ স্নান করতে গিয়ে পুরীর সমুদ্রে তলিয়ে যান অনুপম মণ্ডল নামে ওই বাঙালি ৷ তবে পশ্চিমবঙ্গের কোথায় অনুপমের বাড়ি তা জানা যায়নি ৷ এখনও একজন নিখোঁজ ৷ পুরীর বিচে তিন জায়গায় স্নান করতে নেমেছিলেন 6 বাঙালি পর্যটক ৷
সমুদ্র স্নান করতে নেমে ছ'জন বাঙালি পর্যটক তলিয়ে যান ৷ এর মধ্যে একজন মারা গিয়েছেন ৷ আর একজনের খোঁজ এখনও পাওয়া যায়নি ৷ বাকি চার জনকে উদ্ধার করা হয়েছে ৷ উদ্ধার হওয়া চার পর্যটকের মধ্যে একজন পুরুষ ও তিন মহিলা ৷ উদ্ধার হওয়া তিন মহিলা একই পরিবারের ৷ নিখোঁজ পর্যটকের খোঁজ চালাচ্ছে ফায়ার ব্রিগেড ৷ নিখোঁজ পর্যটকের নাম সঞ্জু ভট্টাচার্য বলে জানা গিয়েছে ৷