নয়াদিল্লি, 26 মে : 1 এপ্রিল থেকে মঙ্গলবার পর্যন্ত দেশজুড়ে 577 শিশু অনাথ হয়েছে কোভিডের কারণে ৷ মারণ ভাইরাস কেড়েছে তাদের বাবা-মায়ের প্রাণ ৷ এ কথা জানালেন কেন্দ্রীয় মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি ৷ কোভিডের কারণে যারা অনাথ হয়েছে, সেই শিশুদের সাহায্য করতে ও যাবতীয় সুরক্ষার ব্যবস্থা করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন তিনি ৷
মঙ্গলবার টুইটে তিনি জানিয়েছেন, "কোভিডে বাবা-মাকে হারানো সব গরিব বাচ্চাকে সাহায্য করতে ও সুরক্ষিত রাখতে কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতিবদ্ধ ৷ বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 1 এপ্রিল থেকে আজ দুপুর 2টো পর্যন্ত দেশজুড়ে 577 জন শিশু অনাথ হয়েছে, যাদের বাবা-মা কোভিড 19-এ আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৷"