লখনউ, 30 ডিসেম্বর: কোরোনা ভাইরাসের নতুন স্ট্রেন ক্রমশ আতঙ্ক বাড়াচ্ছে গোটা বিশ্বে । আর এর মাঝেই সম্প্রতি ব্রিটেন থেকে যাঁরা উত্তরপ্রদেশে ফিরেছিলেন তাঁদের মধ্যে 565 জনকে এখনও চিহ্নিত করা যায়নি । এদিকে ব্রিটেন ফেরত এক শিশুর শরীরে কোভিড-19 ভাইরাসের হদিশ পাওয়া গিয়েছে। তবে ওই শিশু কোরোনার নতুন স্ট্রেনে আক্রান্ত কি না তা এখনও জানা যায়নি।
কিন্তু এই পরিস্থিতিতে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ উত্তরপ্রদেশ সরকার । তাই ইতিমধ্যেই 10 জনের নমুনা কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়েছে । সম্প্রতি যাঁরা ব্রিটেন থেকে ফিরেছেন ইতিমধ্যেই তাঁদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে । এখনও পর্যন্ত 1 হাজার 90 জনকে চিহ্নিত করা গিয়েছে বলে খবর । তবে সন্ধান মেলেনি বাকি 565 জনের । তাঁদের খোঁজ চলছে। ফলে উত্তরপ্রদেশের সরকারি আধিকারিকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।