পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Live-in Relationship: লিভ-ইন সম্পর্ক সংক্রান্ত 560টি হিংসার অভিযোগ দায়ের হয়েছে আগেই, উদ্বিগ্ন দিল্লি পুলিশ

শ্রদ্ধা ওয়াকারের খুনের পর লিভ-ইন সম্পর্ক (Live-in Relationship) নিয়ে নানা প্রশ্ন উঠছে ৷ যাঁরা এই ধরনের সম্পর্কে একসঙ্গে থাকেন, তাঁরা সুরক্ষিত তো ! উঠছে প্রশ্ন ৷ সেই নিয়েই দিল্লি পুলিশের (Delhi Police) স্পেশাল কমিশনার রবীন হিবুর সঙ্গে কথা বলেছেন ইটিভি ভারতের গৌতম দেবরায় ৷

560 cases of violence in live in relationships reported in Delhi
Live-in Relationship: লিভ-ইন সম্পর্ক সংক্রান্ত 560টি হিংসার অভিযোগ দায়ের হয়েছে আগেই, উদ্বিগ্ন দিল্লি পুলিশ

By

Published : Nov 29, 2022, 4:12 PM IST

নয়াদিল্লি, 29 নভেম্বর: লিভ-ইন সম্পর্কের (Live-in Relationship) পরিণতি কি অধিকাংশ ক্ষেত্রেই হিংসাত্মক হয়ে যায় ? শ্রদ্ধা ওয়াকার খুনের (Shraddha Walker Murder Case) ঘটনা প্রকাশ্যে আসার পরই এই প্রশ্ন বারবার উঠেছে বিভিন্ন মহলে ৷ অভিযোগ, দিল্লির ফ্ল্যাটে শ্রদ্ধাকে খুন করেন তাঁর লিভ-ইন সঙ্গী আফতাব আমিন পুনাওয়ালা (Aftab Amin Poonawalla) ৷ ফলে রাজধানীতে অন্য যাঁরা লিভ-ইন করেন, তাঁদের অবস্থা ঠিক কী ? সেই বিষয়ে খোঁজখবর চালাতে গিয়ে ইটিভি ভারতের হাতে এসেছে চাঞ্চল্যকর তথ্য ৷ দিল্লি পুলিশের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত বছর 560টি ক্ষেত্রে লিভ-ইন সম্পর্কে হিংসার (Violence in Live-in Relationship) অভিযোগ দায়ের হয়েছে ৷

তাৎপর্যপূর্ণভাবে প্রতিটি ক্ষেত্রেই যাঁরা এই হিংসার শিকার, তাঁরা সকলেই উত্তর-পূর্ব ভারতের (North East India) বিভিন্ন রাজ্যের মানুষ ৷ মেয়েদের অত্যাচারের মুখোমুখি হতে হয়েছে ৷ তার পর তাঁদের প্রেমিকরা তাঁদের ছেড়ে চলে গিয়েছে ৷ এমনটাই জানিয়েছেন দিল্লি পুলিশের (Delhi Police) স্পেশাল কমিশনার রবীন হিবু ৷ তিনি বলেন, ‘‘আমরা কোনও নীতি পুলিশি করব না ৷ কে কীভাবে বাঁচবেন, তার অধিকার প্রত্যেকেরই আছে ৷ কিন্তু উত্তর পূর্ব ভারত থেকে আসা একজন দাদার মতো বলব যে আমি বিবাহের পবিত্রতাহীন এমন লিভ-ইন সম্পর্ককে স্বীকার করব না ৷’’

লিভ-ইন সম্পর্ক সংক্রান্ত 560টি হিংসার অভিযোগ দায়ের হয়েছে আগেই, উদ্বিগ্ন দিল্লি পুলিশ

তিনি আরও জানিয়েছেন, বাড়ি থেকে অনেক দূরে মেট্রো শহরগুলিতে অনেকে কাজ করতে আসেন ৷ সেখানে এসে প্রেমের সম্পর্ক তৈরি করা স্বাভাবিক ৷ কিন্তু প্রত্যেকের উচিত নিজস্ব নৈতিক শিক্ষাকে অনুসরণ করা ৷ আর কোনও সম্পর্ক শুরুর আগে দেখে নেওয়া যে যাঁর সঙ্গে থাকতে চাইছেন, তাঁর মধ্যে জীবনসঙ্গী হওয়ার সমস্ত গুণ আছে কি না !

আফতাব ও শ্রদ্ধার ঘটনায় এখনও পর্যন্ত যে তথ্যগুলি সামনে এসেছে, তার মধ্যে রয়েছে যে আফতাব ড্রাগের নেশা করত ৷ সে শ্রদ্ধাকে মাঝেমধ্যেই মারধর করত ৷ এই বিষয়টি যে কোনও লিভ-ইন সম্পর্কের ক্ষেত্রেই বেশ উদ্বেগের বলে মনে করেন দিল্লি পুলিশের ওই আধিকারিক ৷ এই বিষয়গুলি যে কোনও সম্পর্ক শুরুর আগে যাচাই করে নেওয়া উচিত বলে মনে করেন রবীন হিবু ৷

তিনি আরও জানিয়েছেন, দিল্লিতে কাজ করার জন্য বহু মানুষ আসেন ৷ তাঁদের অধিকাংশই উত্তর-পূর্ব ভারত থেকে আসেন ৷ অনেকে অসংগঠিত বেসরকারি ক্ষেত্রে কাজ করেন ৷ তাঁদের অনেককে নানা পরিস্থিতির শিকার হতে হয় ৷ পরিসংখ্যান বলছে যে 2021 সালে উত্তর-পূর্ব ভারত থেকে আসা 16 জন আত্মহত্যা করেছেন ৷ তাঁদের মধ্যে কেউ আইএএস হতে দিল্লি এসেছিলেন, তো কেউ দেশের রাজধানীতে স্পায়ে কাজ করতেন, এয়ার হস্টেস ছিলেন ৷

ওই পুলিশ আধিকারিক জানিয়েছেন, দিল্লিতে উত্তর-পূর্ব ভারতের বাসিন্দাদের জন্য হেল্পলাইন নম্বর (1093) রয়েছে ৷ সেখানে চাইলে তাঁরা অভিযোগ করতে পারবেন ৷

আরও পড়ুন:আফতাবের প্রিজন ভ্যানে হামলায় আটক একাধিক, বাজেয়াপ্ত অস্ত্র

ABOUT THE AUTHOR

...view details