নয়াদিল্লি, 25 এপ্রিল : অক্সিজেনের ঘাটতি মেটাতে এবার পিএম কেয়ার ফান্ড থেকে পুঁজি বরাদ্দের অনমোদন দেওয়া হল ৷ তহবিলের এই টাকা দিয়ে শুধুমাত্র মেডিক্যাল অক্সিজেন তৈরি হবে ৷ এমন 551টি অক্সিজেন প্লান্ট গঠন করা হবে ৷ হাসপাতালগুলিতে অক্সিজেনের ঘাটতি মেটাতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে ৷
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগেই এ নিয়ে একটি নির্দেশ জারি করেছিলেন ৷ সেই নির্দেশ মতো এবার পিএম কেয়ার ফান্ডের থেকে টাকা বরাদ্দ করা হয়েছে 551টি অক্সিজেন প্লান্ট তৈরির জন্য ৷ যে প্লান্টগুলি শুধুমাত্র দেশের হাসপাতালগুলিতে মেডিক্যাল অক্সিজেন সরবরাহ করবে ৷ জনস্বাস্থ্যের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রধানমন্ত্রীর মন্ত্রক থেকে থেকে জানানো হয়েছে ৷