পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ 500 পড়ুয়ার! চিঠি প্রধানমন্ত্রীকে - যৌন হয়রানি

Sexual Harassment: হরিয়ানার একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বিকৃত লালসার শিকার কয়েকশো ছাত্রী ৷ অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং হরিয়ানার মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Jan 9, 2024, 8:39 AM IST

Updated : Jan 9, 2024, 8:54 AM IST

চন্ডীগড়, 9 জানুয়ারি:অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ 500 ছাত্রীর ৷ প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মেদি ও হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরকে চিঠিও দিয়েছেন চৌধুরি দেবী লাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা ৷ অভিযুক্ত ওই অধ্যাপকের বরখাস্তের দাবি জানিয়েছেন ৷ পাশাপাশি প্রাক্তন বিচারপতির অধীনে তদন্ত দাবি করেছেন পড়ুয়ারা ৷ হরিয়ানার এই বিশ্ব বিদ্যালয়ের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ৷

এই চিঠির একাধিক কপি পাঠানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আজমের সিং মালিক, রাজ্যপাল বান্দারু দত্তাত্রেয়, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ এবং জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা-সহ অন্যান্যদের ৷ চিঠিতে অধ্যাপকের বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ করেছেন সংশ্লিষ্ট বিশ্ব বিদ্যালয়ের পড়ুয়ারা । অভিযুক্ত ওই অধ্যাপকের বিরুদ্ধে পড়ুয়াদের অভিযোগ, তিনি ছাত্রীদের অফিসে ডেকে তাদের সঙ্গে অভব্য় আচরণ করতেন ৷ ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণ করতেন ৷ কোনও ছাত্রী প্রতিবাদ করলে তাঁদের চরম পরিণতির হুমকি দিতেন ৷ ছাত্রীদের ওই চিঠিতেই দাবি করা হয়, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রাজেশ কুমার বনসালকে একটি চিঠিতে সমস্ত জানানো হয়েছে ৷ শ্লীলতাহানি সম্পর্কিত বেনামী একটি চিঠিও পেয়েছেন বলে স্বীকার করেছেন রেজিস্ট্রার ৷

এই প্রসঙ্গেই চৌধুরি দেবীলাল বিশ্ববিদ্যালয়ের ভিসি আজমির মালিক বলেন, "বিষয়টির গুরুত্ব বিবেচনা করে 7সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ছাত্রীদের জবানবন্দি রেকর্ড করা হচ্ছে। বেনামী চিঠির তদন্তের প্রয়োজন নেই ৷ তবে এটি গুরুত্ব সহকারে নেওয়া হয়েছে।"

স্থানীয় এডিজিপি শ্রীকান্ত যাদব বলেন, "বিষয়টির তদন্ত চলছে। এএসপি দীপ্তি গর্গের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ছাত্রীদের বক্তব্য রেকর্ড করা হচ্ছে ৷ বিবৃতির ভিত্তিতেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এএসপির নেতৃত্বে তদন্ত প্রতিবেদন আসার পরই বিশেষ তদন্তকারী দল (এসআইটি) বিবেচনা করা হবে।"

সূত্র: সংবাদ সংস্থা

আরও পড়ুন:

  1. বিলকিস-মামলায় বড় ধাক্কা গুজরাত সরকারের, দোষীদের মুক্তির সিদ্ধান্ত খারিজ সুপ্রিম কোর্টে
  2. মা'কে খুন করে দেহ লোপাট, এক বছর পর 'গুণধর' মেয়ের কীর্তি এল সামনে
  3. ভয়াবহ পথ দুর্ঘটনা! গাড়ি থেকে খাদে পড়ে মৃত চার সরকারি কর্মী
Last Updated : Jan 9, 2024, 8:54 AM IST

ABOUT THE AUTHOR

...view details