নয়াদিল্লি, 12 এপ্রিল: করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ এ বার প্রবলভাবে আছড়ে পড়ল দেশের শীর্ষ আদালতে ৷ বিশেষ সূত্রে জানা গিয়েছে, সুপ্রিম কোর্টের 50 শতাংশ কর্মীর করোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷ তাই আপাতত বাড়ি থেকেই ভিডিয়ো কনফারেন্সিং-এর মাধ্যমে বিভিন্ন মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে ৷
গোটা আদালত চত্বর সংক্রমণমুক্ত করার কাজ চলছে বলে জানিয়েছেন আধিকারিকরা ৷ আদালতের বিভিন্ন বেঞ্চ নির্ধারিত সময়ের ঘণ্টাখানেক পরে বসবে বলে জানা গিয়েছে ৷ এক বিচারপতি জানিয়েছেন, বেশিরভাগ কর্মী ও ল ক্লার্কের কোভিড রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷ কয়েকজন বিচারপতিও করোনায় সংক্রমিত হয়েছিলেন, তবে তাঁরা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন ৷