উত্তরাখণ্ড, 17 অক্টোবর:চারধাম যাত্রা উপলক্ষে এবছর উত্তরাখণ্ডে রেকর্ড মাত্রায় ভিড় জমিয়েছেন পুণ্যার্থীরা ৷ সাম্প্রতিক সময়ে চারধাম যাত্রায় এত পুণ্যার্থী সমাগম হয়নি বলেই জানা গিয়েছে ৷ ইতিমধ্যেই এই পুণার্থীদের সংখ্যা 50 লক্ষ পার হয়ে গিয়েছে , যা রেকর্ড বলা যায় ৷ এবছর 22 এপ্রিল থেকে শুরু হয়েছিল চারধাম যাত্রা ৷ তারপর থেকেই উত্তর ভারতের এই পাহাড়ি রাজ্যে শুরু হয়েছে পুণ্যার্থীদের ঢল ৷
এবছরের চারধাম যাত্রা শেষ হতে এখনও প্রায় এক মাস বাকি ৷ 71 লক্ষ পুণ্যার্থী এবার এই চারধাম যাত্রার জন্য নাম নথিভুক্ত করিয়েছেন ৷ এদের মধ্যে 50 লক্ষ পুণ্যার্থী ইতিমধ্যেই চারধাম দর্শন করে ফেলেছেন ৷ উল্লেখ্য, এবছরই প্রথম এই পুণ্য যাত্রার জন্য নাম নথিভুক্ত বাধ্যতামূলক করেছিল উত্তরাখণ্ড সরকার ৷ তবে মাঝে বেশি পুণ্যার্থী সমাগম হয়ে যাওয়ায় কিছুদিনের জন্য এই নাম নথিভুক্তিকরণ স্থগিত রাখা হয়েছিল উত্তরাখণ্ড প্রশাসনের তরফে ৷