পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Sexual Assault: সুরাতে পাঁচ বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতন, গ্রেফতার অভিযুক্ত

Minor Girl Sexually Assaulted in Surat: গুজরাতের সুরাতে পাঁচ বছরের শিশুকন্যার উপর যৌন নির্যাতনের অভিযোগ ৷ অভিযুক্তের বয়স 29 বছর ৷ মেয়েটি হাসপাতালে চিকিৎসাধীন ৷ পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে ৷

Sexual Assault
Sexual Assault

By ETV Bharat Bangla Team

Published : Nov 14, 2023, 2:43 PM IST

সুরাত, 14 নভেম্বর: পাঁচ বছরের শিশুকন্যার উপর যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে গুজরাতের সুরাতে ৷ সেখানে বছর 29 এক যুবক ওই শিশুর উপর যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ ৷ পরে মেয়েটিকে একটি ঘরে তালাবন্দি করে অভিযুক্ত পালিয়ে যায় বলে জানা গিয়েছে ৷ তার আগে মেয়েটিকে মারধর করা হয় বলে অভিযোগ ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে ৷

পুলিশ জানিয়েছে, গত 11 নভেম্বর ঘটনাটি ঘটে ৷ মেয়েটির মা-বাবা শ্রমিকের কাজ করেন ৷ অন্যদিনের মতো সেদিনও তারা কাজে চলে গিয়েছিলেন ৷ তার পর বাড়ির বাইরে খেলছিল মেয়েটি ৷ সেই সময় তাকে ডেকে নিয়ে যায় বছর 29-এর ওই যুবক ৷ তার পর তার উপর যৌন নির্যাতন চালায় ৷ মেয়েটির ঘাড়ে ও কাঁধে আঘাতের চিহ্ন রয়েছে ৷ পুলিশের ধারণা, মেয়েটিকে খুনের পরিকল্পনা ছিল অভিযুক্তের ৷ সেটা সফল না হওয়ায় মেয়েটিকে দরজা বন্ধ করে ঘরে তালা দিয়ে চলে যায় অভিযুক্ত ৷

ওই ঘরেই যন্ত্রণায় কাতরাতে থাকে মেয়েটি ৷ কান্নার আওয়াজ শুনে পরিজন-প্রতিবেশীরা সেখানে যান ৷ তার পর তালা ভেঙে উদ্ধার করা হয় মেয়েটিকে ৷ পরে মেয়েটির পরিবারের তরফে পুলিশে অভিযোগ দায়ের করা হয় ৷ পুলিশ পকসো আইনে মামলা রুজু করেছে ৷ মেয়েটির স্বাস্থ্যপরীক্ষাও করানো হয়েছে ৷

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে যে অভিযুক্ত মেয়েটির প্রতিবেশী ছিল ৷ সেই সূত্রে অভিযুক্তের ডাকে সাড়া দিয়ে ঘরে গিয়েছিল ৷ কিন্তু নির্যাতনের জেরে মেয়েটি অসুস্থ হয়ে পড়েছে ৷ মেয়েটিকে আপাতত হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ তার চিকিৎসা চলছে ৷

অভিযোগ পাওয়ার পর পুলিশ একটি বিশেষ দল গঠন করে ৷ সুরাতের পান্ডেসরা এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে ৷ অভিযুক্ত ওড়িশার বাসিন্দা এবং একটি পোশাক কারখানায় কাজ করে । এছাড়া উত্তরপ্রদেশে অভিযুক্তের পাঁচ বছরের একটি মেয়ে ও স্ত্রী রয়েছে । নিজের মেয়ের বয়সী একটি মেয়ের উপর যৌন নির্যাতনের ঘটনায় এই অভিযুক্তের সমালোচনা করছে মানুষ । অভিযুক্তের বিরুদ্ধে খুনের চেষ্টা-সহ শিশু যৌন অপরাধ সুরক্ষা আইনে অভিযোগ দায়ের করা হয়েছে ।

আরও পড়ুন:

  1. জন্মদিনের পার্টির নামে নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ, পুলিশি হেফাজতে 5
  2. কচ্ছের আবাসিক স্কুলে ছাত্রীদের যৌন নির্যাতন! গ্রেফতার অভিযুক্ত শিক্ষক

ABOUT THE AUTHOR

...view details