নয়াদিল্লি, 1 অক্টোবর: অক্টোবরের প্রথমদিনেই জেট ফুয়েল বা এটিএফ-এর দাম 5 শতাংশ বাড়াল জ্বালানি উৎপাদনকারী সংস্থাগুলি ৷ সেই সঙ্গে অগস্ট মাসের পর থেকে বাণিজ্যিক সিলিন্ডারের দাম দু’দফায় কমার পর, আজ 19 কেজি সিলিন্ডার প্রতি 209 টাকা দাম বেড়েছে ৷ এই নিয়ে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়ায় এই মূল্যবৃদ্ধি বলে জানিয়েছে জ্বালানি উৎপাদনকারী সংস্থাগুলি ৷ তবে, গার্হস্থ্য এলপিজি-র দাম অপরিবর্তিত রয়েছে ৷
অ্যাভিয়েশন টারবাইন ফুয়েল বা এটিএফ-এর দাম প্রতি কিলোলিটারে 5 হাজার 779 টাকা 84 পয়সা বেড়েছে ৷ অর্থাৎ, হারে 5.1 শতাংশ দাম বাড়ানো হয়েছে ৷ এই মূল্যবৃদ্ধির পর রাজধানী দিল্লিতে অ্যাভিয়েশন টারবাইন ফুয়েলের প্রতি লিটারের দাম 1 লক্ষ 18 হাজার 199 টাকা 17 পয়সা ৷ যা আগে ছিল 1 লক্ষ 12 হাজার 419 টাকা 33 পয়সা ৷ তেল উৎপাদনকারী রাষ্ট্রায়ত্ত সংস্থার বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে ৷ এর আগে গত সেপ্টেম্বর মাসের 1 তারিখ বিমানের জ্বালানির দাম প্রতি কিলোলিটারে 13 হাজার 911 টাকা বেড়েছিল ৷ আর তার আগে গত অগস্ট মাসের প্রথমদিনে 8.5 শতাংশ হারে 7 হাজার 728 টাকা 38 পয়সা প্রতি কিলোলিটারে অ্যাভিয়েশন টারবাইন ফুয়েলের দাম বাড়িয়ে ছিল তেল উৎপাদনকারী রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি ৷