পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Suicide Attempt: ঋণের দায়ে একই পরিবারের পাঁচ জনের আত্মহত্যার চেষ্টা

মধ্যপ্রদেশ ও রাজধানী ভোপালে সুদখোরদের ভয়ে ঋণের বোঝায় এক পরিবারের পাঁচ জনের আত্মহত্যার চেষ্টা (5 People of Same Family Attempt Suicide)। তাঁরা সকলেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা গিয়েছে। পরিবারের ওই পাঁচ সদস্যকে বুধবার স্থানীয় হামিদিয়া হাসপাতালে ভরতি করা হয়েছে। পাঁচ জনেরই অবস্থা আশংকাজনক ৷

Attempt Suicide
স্থানীয় হাসপাতাল

By

Published : Jan 11, 2023, 10:04 PM IST

ভোপাল, 11 জানুয়ারি: ভোপালের বৈরাগড় কালানে বিষ খেয়ে পুরো পরিবার-সহ পাঁচজনের আত্মহত্যার চেষ্টা (Attempt Suicide) ৷ পরিবারের কর্তা তিনি একজন ঠিকাদার (Contractor) ৷ ঋণে জর্জরিত হওয়ায় তিনি তাঁর পরিবারের পাঁচজনকে নিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের ওই সদস্যদের স্থানীয় হামিদিয়া হাসপাতালে ভরতি করা হয়েছে। জানা গিয়েছে, পরিবারের সকলেরই অবস্থা আশংকাজনক ৷ ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসন ইতিমধ্যেই হাসপাতালে পৌঁছেছে। খেজুরি থানা পুলিশ বিষয়টির তদন্ত শুরু করছে ।

খেজুরি থানার ইনচার্জ সন্ধ্যা মিশ্র জানান, তিনি এবং তাঁর তদন্তকারী দল ঘটনাস্থলে পৌঁছে ঠিকাদার কিশোর জাটের পরিবারের কাছ থেকে জানেত পারেন, বুধবার সকাল 6টা নাগাদ এই ঘটনাটি ঘটে ৷ কিশোর জাট (40) এদিন তাঁর স্ত্রী সীতা জাট (35), তিন মেয়ে, কাঞ্চন জাট (15), আন্নু (10), পূর্বা (8) এবং এক ছেলে অভয়কে (12) নিয়ে থাকতেন ৷ সকলেই এদিন তাঁরা বিষ খান (5 People of Same Family Attempt Suicide) ৷ সবার অবস্থা খারাপ। তাঁদের মেয়েরা পূর্বা ও আন্নুর অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে হাসপাতালের তরফে ৷

আরও পড়ুন:বিচ্ছেদের জেরে প্রেমিককে ভিডিয়ো কলের সময় আত্মঘাতী বিবাহিত মহিলা !

পরিবারসূত্রে আরও জানা গিয়েছে, কিশোর অনেক জায়গায় ঘরবাড়ি তৈরি চুক্তিতে সই করে থাকলেও তা সময়মতো করে উঠতে পারেননি ৷ যার কারণে মানসিক চাপে ছিলেন কিশোর। কারণ সুদখোরদের থেকে ক্রমশ বাড়ছিল তাগাদা ৷ প্রাথমিক তদন্ত করার পর পুলিশ জানিয়েছে, ঋণের জেরেই আত্মহত্যার চেষ্টা করেছে পরিবারের সকলে। পুলিশ হাসপাতাল ছাড়াও ঘটনাস্থলও তদন্ত করছে ৷ পাশাপাশি তাঁদের মোবাইল ফোনও পরীক্ষার জন্য নেওয়া হয়েছে ৷ বিভিন্ন সময়ে কার থেকে ফোন এসেছিল তাও তদন্ত করা হবে। প্রতিবেশীদের কাছ থেকেও জানা হবে এদিন সকালে কিছু ঘটেছিল কি না ৷

আরও পড়ুন:নিত্য খাবারের লক্ষাধিক টাকা বকেয়া, বিডিওকে দায়ী করে আত্মঘাতী দোকানি

ABOUT THE AUTHOR

...view details