পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Madurai Explosion: আতসবাজি কারখানায় বিস্ফোরণ, মৃত 5 - মাদুরাই বিস্ফোরণ

বৃহস্পতিবার মাদুরাইয়ের এক আতসবাজি তৈরির কারখানায় বিস্ফোরণ হয় (Blast in Madurai firecracker factory) ৷ এই বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন 5 জন ৷ গুরুতর আহত হয়েছেন 11 জন (5 people killed in firecracker factory explosion) ৷

ETV Bharat
Madurai firecracker factory explosion

By

Published : Nov 10, 2022, 8:52 PM IST

মাদুরাই, 10 নভেম্বর: তামিলনাড়ুর মাদুরাইয়ের কাছে এক গ্রামে আতসবাজি তৈরির কারখানায় বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন 5 জন ৷ ঘটনায় আহত হয়েছেন আরও 11 জন (Madurai Explosion)৷ তাঁরা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ৷ আঝাগুসিরাই গ্রামের যে বাজি কারখানাতে বৃহস্পতিবার বিস্ফোরণ হয়েছে সেটির নাম ভিবিএম ৷ কারখানাটির মালিকের নাম অনুশিয়া ভালিয়াপ্পান বলে জানা গিয়েছে (Blast in Madurai firecracker factory) ৷

এদিন কারখানাটির প্রথম ব্লকে শুরুতে বিস্ফোরণ হয় ৷ পরে সেখান থেকে আগুন দ্বিতীয় ব্লকেও ছড়িয়ে পড়ে ৷ এই বিস্ফোরণের ঘটনায় য়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে তাঁরা হলেন রঘুপতি কোন্দাম্মাল, ভল্লারাসু, ভিকি, আম্মাসি ও গোপি (5 people killed in firecracker factory explosion) ৷ কী কারণে এই বিস্ফোরণ, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

আরও পড়ুন: মালের পরিযায়ী শ্রমিক আবাসে বিধ্বংসী আগুন, মৃত 9 ভারতীয়

জানা গিয়েছে, বিস্ফোরণের জেরে কারখানার একাংশ ভেঙে পড়ে ৷ সেই ধ্বংসস্তুপ সরিয়ে উদ্ধারকাজ চালাতে ব্যবহার করা হয় জেসিবি ৷ এই ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন, রাজ্যপাল আরএন রবি প্রমুখ (Madurai firecracker factory explosion)৷

ABOUT THE AUTHOR

...view details