গুমলা (ঝাড়খণ্ড), 11 জুন: প্রায় রোজই খবরের শিরোনামে আসে আত্মহত্যার ঘটনা ৷ এ বার খবর ঝাড়খণ্ডের ৷ সে রাজ্যের গুমলা এলাকায় গত 24 ঘণ্টায় বিভিন্ন ঘটনায় আত্মঘাতী হয়েছেন 5 জন ৷ তাদের মধ্যে একজন সপ্তম শ্রেণির ছাত্রীও রয়েছে ৷
আত্মহত্যার প্রথম ঘটনা: গুমলা জেলার বিভিন্ন এলাকায় গত 24 ঘণ্টায় 5 জন আত্মহত্যা করেছে । যার মধ্যে প্রথম ঘটনাটি শহরাঞ্চলের শাস্ত্রী নগরের, যেখানে স্ত্রীর সঙ্গে সামান্য বিবাদের পর আত্মহত্যা করেন 45 বছর বয়সি সুশীল কুমার গুপ্তা । তিনি গুপ্তা স্টোর নামে একটি দোকানও চালাতেন বলে জানা গিয়েছে । অন্যদিকে, প্রতিবেশীরা জানিয়েছেন, সুশীল কুমার গুপ্তার স্ত্রীর সঙ্গে প্রায়ই ঝগড়া হত ৷ এমনকী ঘটনার দিন কোনও বিষয়ে বিবাদের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ওই ব্যক্তি ।
আত্মহত্যার দ্বিতীয় ঘটনা: আত্মহত্যার দ্বিতীয় ঘটনা ঘাঘরা থানা এলাকার ৷ বারকাদিতে বাড়ির পেছন থেকে বরী ওরাওঁ নামে এক বৃদ্ধের দেহ উদ্ধার করা হয়েছে । এ প্রসঙ্গে নিহতের স্ত্রী ইতোয়ারী দেবী জানান, ওই বৃদ্ধের একটি উৎসব ছিল ৷ তখন থেকে একটানা মদ্যপান করছিলেন তিনি । এরপরই তিনি নিখোঁজ হয়ে পড়েন ৷ পরদিন বাড়ির পেছন থেকে তাঁর দেহ উদ্ধার করা হয় । তিনি আত্মহত্যা করেছেন বলে পুলিশ প্রাথমিক ভাবে মনে করছে ৷
আরও পড়ুন:রাস্তায় বসে নিজের গলা কাটছেন যুবক! সাতসকালে চাঞ্চল্য ময়নাগুড়িতে
আত্মহত্যার তৃতীয় ঘটনা:তৃতীয় ঘটনাটি শহরাঞ্চলের ভাট্টি মহল্লার ৷ যেখানে রাজেন্দ্র অভ্যাস মধ্য বিদ্যালয়ের 13 বছর বয়সি এক ছাত্রী আত্মহত্যা করেছে । তবে শিক্ষার্থীর আত্মহত্যার কারণ এখনও জানা যায়নি । জানা গিয়েছে, মেয়েটির বাবা খেলনা বিক্রেতার কাজ করেন, তিনি খেলনা বিক্রি করতে বাজারে গিয়েছিলেন ৷ আর মা তাঁর তিন মেয়েকে নিয়ে সদর হাসপাতালে চিকিৎসা করাতে গিয়েছিলেন । প্রায় 3 ঘণ্টা পর চিকিৎসা করিয়ে বাড়ি ফেরার পর তাঁরা দেখেন ঘরের দরজা বন্ধ ৷ ভেতরে গিয়ে দেখেন মেয়ে আত্মহত্যা করেছে ।