পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মুম্বইয়ে ফের অতি বৃষ্টির বলি, পাথরের চাঁই চাপায় মৃত্যু এক পরিবারের 5 জনের - থানে

মৃতদের মধ্যে তিন জন নাবালক ৷ ইতিমধ্যে উদ্ধারকারী দল বিপর্যস্ত বাড়িটির ধ্বংসাবশেষ থেকে মৃতদেহ উদ্ধার করেছে ৷ তবে ওই দম্পতির অন্য দুই সন্তানকে জীবিত অবস্থায় উদ্ধার করা গিয়েছে ৷

s
s

By

Published : Jul 19, 2021, 8:30 PM IST

মুম্বই, 19 জুলাই : মুম্বইয়ে ফের অতি বৃষ্টির বলি ৷ এবারা লাগাতার বর্ষণে ধস নামায় বিরাটাকার পাথরের চাঁই গড়িয়ে পড়ল বস্তি এলাকার দুটি বাড়িতে ৷ তাতেই মৃত্যু হল এক পরিবারের 5 জনের ৷ এদের মধ্যে তিন জন নাবালক ৷ ঘটনাটি ঘটেছে থানে জেলার কালওয়া অঞ্চলের বস্তিতে ৷

পৌরনিগমের বিপর্যয় মোকাবিলা সেলের প্রধান সন্তোষ কদম জানান, ঘোলাই নগরে দুর্ঘটনাটি ঘটেছে ৷ স্বামী-স্ত্রী ও তাদের তিন সন্তানের পাথর চাপা পড়ে মৃত্যু হয়েছে ৷ মৃতরা হল প্রভূ সুদাম যাদব (45), তাঁর স্ত্রী বিধাবতী যাদব (40), তাঁদের সন্তান রবিকিষান (12), সিমারান (10) ও সন্ধ্যা (3) ৷

ইতিমধ্যে উদ্ধারকারী দল বিপর্যস্ত বাড়িটির ধ্বংসাবশেষ থেকে মৃতদেহ উদ্ধার করেছে ৷ তবে ওই দম্পতির অন্য দুই সন্তানকে জীবিত অবস্থায় উদ্ধার করা গিয়েছে ৷ যাদের একজনের বয়স 18, অন্যজনের বয়স 5 ৷

আরও পড়ুন: মুম্বইয়ে দেওয়াল ধসে দুর্ঘটনায় মৃত 21, আর্থিক সাহায্য ঘোষণা কেন্দ্র-রাজ্যের

টানা বর্ষণে বিপর্যস্ত দেশের বাণিজ্য নগরী ৷ গতকালই মুম্বইয়ে দেওয়াল ধসে মৃত্যু হয়েছে 30 জনের ৷ একের পর এক বাড়ি, দেওয়াল ধসে পড়ছে ৷ বিদ্যুৎস্পৃষ্ট হয়েও মৃত্যুর ঘটনা ঘটেছে ৷ টানা উদ্ধার কাজ চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী ৷

ABOUT THE AUTHOR

...view details