কলকাতা, 6 মার্চ: ভূমিকম্পে কাঁপল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ৷ জানা গিয়েছে সোমবার ভোর 5 টা 7 মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয় ৷ ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে এ কথা জানিয়ে টুইট করা হয়েছে ৷ কম্পনের মাত্রা রিখটার স্কেলে ছিল 5 (Earthquake Reported in Andaman and Nicobar Islands) ৷ অন্যদিকে পাকিস্তানেও আজ সকাল 6 টা 32 মিনিটে একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে ৷ রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল 4.3 ৷ দ্বারকা থেকে 431 কিলোমিটার দূরে এই ভূমিকম্পটি হয়েছে বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি ৷
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে সমুদ্রতলের 10 কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল ৷ এদিন ভোরের এই কম্পনের জেরে কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনার কথা এখনও পর্যন্ত পাওয়া যায়নি ৷ এমনকী সুনামির পূর্বাভাসও জারি হয়নি ৷ অন্যদিকে, পাকিস্তানের হায়দেরাবাদের কাছে ভোর সাড়ে 6টা নাগাদ একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে ৷ রিখটার স্কেলে সেই ভূমিকম্পের মাত্রা ছিল 4.3 ৷ ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, সেই কম্পনের উৎসস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে 15 কিলোমিটার গভীরে
জানুয়ারি মাসে মোট 128টি ভূমিকম্প