পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Female Maoist Surrendered in Sukma: শহিদ সপ্তাহের মধ্যে সুকমায় আত্মসমর্পণ মহিলা মাওবাদীর

Martyrdom Week In Chhattisgarh: শনিবার সকালে সুকমায় মাওবাদীদের ডেরায় পুলিশি অভিযান হয় ৷ সন্ধ্যায় আত্মসমর্পণ করেন মাথায় এক মহিলা মাওবাদী । যাঁরা মাথার দাম 5 লক্ষ টাকা ৷

Female Maoist Surrendered in Chhattisgarh
মহিলা মাওবাদীর আত্মসমর্পণ

By

Published : Jul 30, 2023, 3:07 PM IST

সুকমা(ছত্তিশগড়), 30 জুলাই: বস্তার বিভাগের সুকমা জেলায় আত্মসমর্পণ করেছেন এক মহিলা মাওবাদী । তাঁর মাথার দাম ছিল পাঁচ লক্ষ টাকা ৷ পুলিশ পুনা নারকোম অভিযান অর্থাৎ নতুন সকাল-নতুন সূচনা অভিযান চালায় ৷ পুলিশ সূত্রে খবর, ছত্তিশগড় সরকারের পুনর্বাসন নীতিতে প্রভাবিত হয়ে মাওবাদী শহিদ সপ্তাহের দ্বিতীয় দিনে আত্মসমর্পণ করেছেন মহিলা মাওবাদী । ছত্তিশগড় সরকার মাওবাদীদের ধরতে 5 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল । পাশাপাশি সুকমা পুলিশ 10 হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছিল ।

মহিলা মাওবাদীর আত্মসমর্পণ: টংপালের পুলিশ আধিকারিক তোমেশ ভার্মা জানিয়েছেন, সুকমা পুলিশ নতুন সকাল- নতুন সূচনার অধীনে মাওবাদী প্রভাবিত এলাকায় অবিরাম প্রচার চালাচ্ছে । এই সময়ে সক্রিয় মাওবাদীদের কাছে আত্মসমর্পণের আবেদন করা হচ্ছে । বিভিন্ন স্থানে ব্যানার পোস্টারও লাগানো হচ্ছে । এতে অনুপ্রাণিত হয়ে দান্তেওয়াড়া-সুকমার সীমান্ত এলাকায় 15 বছর ধরে সক্রিয় মাওবাদীরা আত্মসমর্পণ করেছেন । মাও সংগঠন ভেকো হিদমে সভাপতি এসিএম পদে জনতানা সরকারে সক্রিয় ছিলেন । তিনি কাতেকল্যাণ-টংপাল এলাকায় মাও নাশকতার ঘটনায় জড়িত ছিলেন । বর্তমানে পুলিশ ভেকো হিদমেকে নির্দিষ্ট পরিমাণ অনুদান দিয়েছে ৷ এরপর শিগগিরই পুনর্বাসন নীতির আওতায় পাওয়া সব সুযোগ-সুবিধা দেওয়া হবে তাদের বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন:সুকমায় এনকাউন্টার ! কোবরা-এসটিএফের গুলিতে জখম 6 মাওবাদী

মাওবাদীদের শহিদ দিবস: মাওবাদীরা তাদের নিহত কমরেডদের স্মরণে 28 জুলাই থেকে 3 অগস্ট পর্যন্ত শহিদ সপ্তাহ উদযাপন করছে । শহিদ সপ্তাহের দ্বিতীয় দিন শনিবার সকালে সুকমা জেলায় একটি এনকাউন্টার হয়েছে । সুকমা পুলিশ এটাকে বড় সাফল্য বলে মনে করছে ।

প্রসঙ্গত, ছত্তিশগড়ের মাও ঘাঁটি হিসাবে পরিচিত সুকমা ৷ বর্তমানে মাও দমনে সচেষ্ট হয়েছে রাজ্যে ক্ষমতায় থাকা সরকার ৷ সরকার ও পুলিশের তরফে পুরস্কার ঘোষণা করা হয়েছে মাওবাদীদের উপর ৷ তারপরেই একে একে আত্মসমপর্ণ পথ বেছে নিচ্ছেন মাও সংগঠনের সদস্যরা ৷

ABOUT THE AUTHOR

...view details