তেজপুর (অসম), 24 ফেব্রুয়ারি: শুক্রবার সকালে অসমের সোনিতপুর জেলার বালিপাড়ায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা হয় ৷ ঘটনাস্থলেই কমপক্ষে 5 জন নিহত হয়েছেন বলে জানা গিয়েছে (5 Killed on the Spot in Ghastly Road Accident) । প্রত্যক্ষদর্শীদের দাবি, বালিপাড়া থেকে তেজপুরের দিকে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে ৷ তার পর গাড়িটি রাস্তার পাশের খাদে পড়ে যায় ৷ তার জেরেই দুর্ঘটনাটি ঘটে ।
জানা গিয়েছে, ভোরে তাঁরা গাড়ি নিয়ে সার্ভিস সেন্টার থেকে ফিরছিলেন । কিন্তু দুর্ভাগ্যবশত গাড়িটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায় । দুর্ঘটনায় মৃতদের নাম হল - আকাশদীপ বোরা, বিদ্যুৎ নাথ, ভাইকান পাতঙ্গিয়া, দীপেন বোরা ও বিশ্বজিৎ সাইকিয়া । তাঁরা তেজপুরের (Tejpur) বেচেরিয়া, গোটোঙ্গা, বালিপুখুরি তিনালি, কাওয়াইমারি ও পটিয়া সুবুরি গ্রামের বাসিন্দা ।
সেই সময় যাঁরা দুর্ঘটনাস্থলে ছিলেন, তাঁরা পুলিশে খবর দেন ৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন ৷ গাড়ির ভিতর থেকে মৃত অবস্থায় ওই পাঁচজনকে উদ্ধার করা হয় ৷ তার পর মৃতদের পরিবারের কাছে খবর পাঠানো হয় ৷ স্থানীয় তেজপুর কনকলতা সিভিল হাসপাতালে এসে হাজির হন পরিবারের সদস্যরা ৷ ঘটনার আকস্মিকতায় তাঁরা একেবারে বাকরুদ্ধ হয়ে পড়েছেন ৷
দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে গাড়িটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে । এতে গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় ৷ অতিরিক্ত গতি থাকার জন্যই চালক নিয়ন্ত্রণ হারিয়েছেন বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ । এখানে উল্লেখ করা প্রয়োজন যে সম্প্রতি প্রকাশিত ভারতে সড়ক দুর্ঘটনার তথ্য অনুযায়ী, অসমে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়েছে । অসমে অন্যান্য কারণে যত মানুষ মারা গিয়েছেন, তার চেয়ে সড়ক দুর্ঘটনায় নিহত মানুষের সংখ্যা বেশি ।
আরও পড়ুন:ট্রাকের সঙ্গে পিকআপ গাড়ির সংঘর্ষ, ঘটনাস্থলে মৃত একই পরিবারের 11