পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

হায়দরাবাদে ট্রাক ও গাড়ির সংঘর্ষে মৃত 5 - ট্রাক-প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত 5

রবিবার ভোরে ট্রাফিক সিগন্যাল না মেনে এগিয়ে যাওয়ার সময় উলটোদিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি হয় গাড়িটি । সংঘর্ষে ঘটনাস্থানেই মৃত্যু হয় চারজনের । পরে আরও একজনের মৃত্যু হয় ।

By

Published : Dec 13, 2020, 8:03 PM IST

হায়দরাবাদ, 13 ডিসেম্বর: ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষে মৃত্যু হল পাঁচজনের । হায়দরাবাদের গাচিবউলি এলাকায় দুর্ঘটনাটি ঘটে ।

রবিবার ভোরে ট্রাফিক সিগন্যাল না মেনে এগিয়ে যাওয়ার সময় উলটোদিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি হয় গাড়িটি । সিসিটিভিতে দেখা গিয়েছে, গাড়িটি ডান দিকে বাঁক নেওয়ার চেষ্টা করে । কিন্তু দুটি গাড়ির অতিরিক্ত গতির কারণে তা সম্ভব হয়নি । ঘটনাস্থানেই চারজনের মৃত্যু হয় ।

পরে হাসপাতালে নিয়ে গেলে একজনের মৃত্যু হয় । মৃতদের নাম কাট্রাগাড্ডা সন্তোষ, চিন্তা মোহন, ভরতদ্বাজা, রোশন ও পবন । প্রত্যকেই থাকত মাধাপুরের একটি হস্টেলে । ট্রাক চালকও আহত হয়েছেন ।

দুর্ঘটনায় মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য ওসমানিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । 5 ডিসেম্বরে অন্য একটি দুর্ঘটনায় একটি গাড়ি ও বাইকের সংঘর্ষে তিন জনের মৃত্যু হয় ।

ABOUT THE AUTHOR

...view details